ভোলা প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে ভোলায় সমাবেশ করেছে জেলা বিএনপি।
আরও পড়ুন: সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সোমরার (১৭ ফেব্রুয়ারি) সদর রোডে বিএনপি অফিসের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন।
এসময় প্রধান বক্তা ছিলেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবল হক নান্নু,বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন প্রমুখ।
এরআগে জেলা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত খন্ড খন্ড মিছিল সমাবেশস্থলে আসলে তা জন সমুদ্রে পরিনত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাষ্ট্রের মালিক জনগন' তাই অতিদ্রুত তাদের কাছে ব্যালট পেপার দিয়ে রাষ্ট্র বুজিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, যারা ভোটের বিলম্ব করতে চায় তারা জনগনের কাছে ব্যালট পেপার দিতে চায় না। জনগনকে ঘুমন্ত রেখে রাষ্ট্রের মালিকানা কুক্ষিগত করবেন না। দেশের সকল সংকটের সমাধান হচ্ছে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনে জনগন যাতে অবাধে ভোট দিতে পারে সে জন্য সংস্কার করতে হবে।সেই সংস্কারর জরুরি করতে হবে। এতে যদি বিলম্ব হয় তাহলে বিএনপির তার কন্ঠস্বরকে আরও কঠিন করবে। সংস্কারের এ বিলম্বকে বরদাস করা হবে না।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই অপরাধে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সকলকে সাথে নিয়ে উৎখাত করেছে ভবিষ্যতেও যদি কেউ জনগনকে বাদ দিয়ে রাষ্ট সরকার দখল করতে চায় আমার তাদের ব্যপারেও পর্যবেক্ষন বহাল রেখেছি।
আরও পড়ুন: রাস্তা ও পরিবেশ ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ
তিনি আরও বলেন, প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্টদের খোঁজে বের করার আহ্বান জানান তিনি।
দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনপ্রতিনিধিদের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট-এর দোসররা অপচেষ্টার করছে, তাদের প্রতিহত করতে হবে।
জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম এর সঞ্চালনায় সমাবেশে- কেন্দ্রীয় সহ স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা সমাবেশ বক্তব্য রাখেন।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা দাবিতে এসব কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি।
সান নিউজ/এমএইচ