নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশের বর্তমান পরিস্থিতিতে উস্কানিমূলক কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি এ আহ্বান জানান।
সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের এমন পরিস্থিতিতে আপনারা ধৈর্য ধরুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। উস্কানিমূলক যেকোনো পদক্ষেপে আপনার অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এএন