মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ, মিছিল ও পথসভা করেছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল।
আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনে মৃত্যু
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কাচারি চত্বরে সংক্ষিপ্ত পথসভা করেন।
বিক্ষোভ মিছিলটিতে শহর ছাত্রদলের আহবায়ক অ্যাডভোকেট মো. রোমান হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম শুভ, শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আশরাফুজ্জামান অভি, যুগ্ম-আহবায়ক রাজিব হাসান নকিব, যুগ্ম-আহবায়ক তাহামিদুর রশিদ, ছাত্রনেতা কাউসার রাফি, পৌর ১নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি শামীম আলম, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের তানভির হাসান জয়, সাধারণ সম্পাদক রাফসান রাফি, পৌর ৮নং সাধারণ সম্পাদক আল রিয়াদ, পৌর ৫নং ওয়ার্ড সভাপতি মো. সানি শেখ, মো. নিলয়, মো. জিহাদ, পারভেজ হোসেনসহ দুই শতাধিক নেতাকর্মী।
সান নিউজ/এমআর