নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ১-/১১ ঘটনায় বিএনপিকে দায়ী করার অভিযোগ উঠার প্রতিবাদ জানিয়ে বলেন, ১/১১ ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশ পুনর্গঠনে বিশ্বব্যাংকের সমর্থন
মির্জা আব্বাস বলেন, যদি আপনারা এই ধরনের কথাবার্তা বলতে থাকেন, তাহলে দেশ গণতন্ত্রের মুখ দেখবে না।
বিএনপিকে আ’লীগ শিবিরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগে নিজের চেহারা আয়না দিয়ে দেখুন, দেশবাসীকে ঠকানোর পাঁয়তারা করবেন না। বিএনপিকে ভারতের দালাল বা ‘লীগ বানানোর চেষ্টা করবেন না। এ সকল চক্রান্ত না করে দেশে শান্তি ফেরানোর চেষ্টা করুন।
নতুন দল গঠনের বিষয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি গণতান্ত্রিকভাবে গঠিত যে কোনো দলকে স্বাগত জানায়।
সান নিউজ/এমএইচ