এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মুখে মুখে সংস্কার করার কথা বললেও অন্তবর্তীকালীন সরকার পতিত শেখ হাসিনার সরকারের মতো কাজ করছে বলে দাবী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবী করেন। এ সময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহবান জানান।
আরও পড়ুন: সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই
রিপন বলেন, মুখে সংস্কারের কথা বললেও ভিতরে ভিতরে তাদের লোকজনকে বিভিন্ন স্থানে বসিয়ে দিচ্ছে। তারাও পতিত হাসিনা সরকারের পদ অনুসারণ করে বিভিন্ন নিয়োগ দিচ্ছেন। এটা কোনভাবেই কাম্য নয়। তাদের ৫ মাস হতে চললেও কেন উপদেষ্টাদের সম্পদের হিসেব দেয়া হচ্ছে না। কেন তারা অনুসরণীয় হচ্ছে না। তারা বিভিন্ন কমিশনে যেসব কাজ করছেন, তা প্রচার করে বেড়াচ্ছেন। এটা কোন নিয়মের মধ্যে পড়ে না।
ড. আসাদুজ্জামান যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহবান জানান। তাদের এই কয়েক মাসের কার্যক্রমে এদেশের মানুষ সন্তুষ্টি হতে পারেনি। তাই নির্বাচন নিয়ে গণতন্ত্রকে সমন্নুত রাখার আহবান তার।
এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া। পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। এ সময় জেলা বিএনপির কাউন্সিল নিয়ে নেতা-কর্মীরা আলোচনা করেন।
সান নিউজ/এমএইচ