নিজস্ব প্রতিবেদক : তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ আমরা এখনো তৈরি করতে পারিনি। অনুকূল পরিবেশ হলে শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আরও পড়ুন : তারেক রহমানের ৪ মামলা বাতিল থাকবে
রোববার (৫ জানুয়ারি) দুপুরে ১৫ দিনের লন্ডন সফর থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি এসব কথা জানান।
বিএনপি সব সময় নতুন দলকে স্বাগত জানায় উল্লেখ করে তিনি বলেন, তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয়। বর্তমানে দেশে যে ফ্যাসিবাদ-বিরোধী ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।
এর আগে গত বছরের নভেম্বরের শেষ দিকে লন্ডন সফরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে স্ত্রীর চিকিৎসার পাশাপাশি তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
সান নিউজ/এমআর