নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানের বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। এরপর তিনি প্রায় ৪০ মি. মতো সেখানে ছিলেন তিনি।
আরও পড়ুন: কাজিরহাট ফেরি চলাচল শুরু
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সেনাপ্রধান এসেছিলেন। এ সময় সেনাপ্রধানের সাথে ওনার সহধর্মিণী ছিলেন।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগতম জানিয়েছেন। এ সময় বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান।
সান নিউজ/এমএইচ