নিজস্ব প্রতিবেদক: আগামি ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন তার সফরসঙ্গী ডক্টর এনামুল হক চৌধুরী।
আরও পড়ুন: রাষ্ট্র গঠনে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে হবে
জানা যায়, কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকছেন ১৫জন। তাদের মধ্যে রয়েছেন পুত্রবধু শর্মিলা রহমান, ৭ জন চিকিৎসক, ২ জন ব্যক্তিগত সচিব, ২ জন গৃহকর্মী, ১ জন নিরাপত্তা কর্মকর্তা ও ২ জন বিএনপি নেতা।
এই সফরের জন্য সবার ভিসাসংক্রান্ত কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এরপর লন্ডন থেকে তার আমেরিকা যাবার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনাও বাদ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সান নিউজ/এমএইচ