বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
সংগৃহীত ছবি
রাজনীতি প্রকাশিত ২১ ডিসেম্বর ২০২৪ ১২:৪৩
সর্বশেষ আপডেট ২১ ডিসেম্বর ২০২৪ ১২:৪৩

বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বিএনপি সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় মূর্হুমূহু ককটেল বিস্ফোরন ঘটে।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটে।

সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রকাশ্যেই আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

গুলিবিদ্ধ জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫) ও আমেনা বেগম (২২) এবং আহত অপু খাঁ (১৬) ও ইব্রাহিম খাঁকে (১৪) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : বাসচাপায় নিহত ২

গ্রামবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও একই ইউনিয়নের শ্যামারচর গ্রামের বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিলো। আগের দিন শুক্রবার দিনগত রাতে ওই দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই তর্কবিতর্কের জের ধরে গতকাল শনিবার ভোর ৬টার দিকে আওলাদ মোল্লার লোকজন ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়তে ছুড়তে চরডুমুরিয়া গ্রামে প্রবেশ করে। এতে রহিম মোল্লার লোকজন প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ফেরদৌস বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে ৩ জন গুলিবিদ্ধসহ জখম ৫ নারী-পুরুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধরা ছররা গুলিতে জখম হন। তাদের ঢামেকে প্রেরণ করা হয়।

আরও পড়ুন : দক্ষিণাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সংঘর্ষের পর এলাকা ছেড়ে যাওয়ায় রহিম মোল্লা ও আওলাদ মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল গ্রহণ করেননি।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে সাংবাদিকদের বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা