নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে সিরিজ জয় লাভ করেছে বাংলাদেশ। এ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরও পড়ুন: ঢাকা ত্যাগ করলেন সালাহউদ্দিন আহমেদ
তারেক রহমান অভিনন্দন জানিয়ে বলেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। "সাবাশ বাংলাদেশ। এ এক নতুন বাংলাদেশ। বলতে পারেন ক্রিকেটের এই এক অনন্য তৃপ্তি। এটি আমাদের জন্য বড় অর্জন।
তিনি আরও বলেন, এখন যেমন সত্যিই ভালো খেলছেন আবার যখন খেলবেন তখন আরও ভালো খেলবেন এই প্রত্যাশা করি।
সান নিউজ/এমএইচ