নিজস্ব প্রতিবেদক: আ’লীগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির ডাকা কর্মসূচিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায়।
আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদলের নতুন কর্মসূচি
রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার পর সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা আ’লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এসময় আ’লীগের নারী কর্মী সন্দেহে ২ নারীকে আটক করেন বিএনপি ও অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথমে তাদের মারধর করা হয়। পরে পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু কোনো উত্তর না দিলে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ছাড়াও সকাল থেকে জিরো পয়েন্ট এলাকায় আ’লীগের কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও যুবদলের কর্মীরা।
সান নিউজ/এএন