নিজস্ব প্রতিবেদক: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আজ দুপুরে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালিটি শুরু হবে। এরপর এটি কাকরাইল মোড়, মৎস্যভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
আরও পড়ুন: কাল বিএনপির র্যালি
এ সময় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে এই র্যালির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই র্যালিতে অংশ নেবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা, মহানগর নেতা ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র্যালিটি মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। এরপর সেখানে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালি সংযুক্ত হবেন বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।
কর্মসূচিতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থককে যথাসময়ে অংশ নেয়ার জন্য দলটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
সান নিউজ/এমএইচ