ভোলা প্রতিনিধি : ভোলায় মাদকমুক্ত গ্রামের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণি ও পেশার শত শত মানুষ অংশ গ্রহণ করেন।
আরও পড়ুন : পিকআপভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মুন্সিচর গ্রামে এই মানববন্ধন পালিত হয়।
এসময় মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে এই এলাকায় মাদকের সরবারাহ ও মাদকসেবীর সংখ্যা বেড়ে গেছে। আর মাদকের সাথে জড়িয়ে পড়েছেন কিশোর থেকে শুরু করে যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ। মাদকসেবী ও ব্যবসায়ীদের কারণে এলাকায় রাতে মানুষের চলাচলে ভয় পেতেন। ভোলা শহর থেকে মুন্সিরচর গ্রামে যাতায়াত ব্যবস্থা তেমন ভালো না হওয়ায় পুলিশ প্রশাসনেরও তেমন যাতায়াত ছিলো না। কিন্তু গত ৫ আগস্টের পর কিছু মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও এখন রয়েছেন কয়েকজন। তাই মুন্সিরচর গ্রামকে মাদকমুক্ত রাখতে প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা।
আরও পড়ুন : ২৫ জেলায় নতুন ডিসি
এসময় বক্তব্য রাখেন, মো: মাইনুল ইসলাম, জয়নাল আবেদীন, মো: আনোয়ার হোসেন, মো: লিটন ও মো: হিরণসহ প্রমুখরা।
সান নিউজ/এমআর