মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মুন্সীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন : বিমানবন্দরে ৬ কেজি সোনা উদ্ধার
বুধবার (১৪ আগষ্ট) সকাল থেকে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট শহীদ চত্ত্বরে জেলা বিএনপির কার্যালয়ের নিচে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছির নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। পরে দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ চত্ত্বর।
কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়। একই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।
আরও পড়ুন : কাল থেকে চলবে ট্রেন
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, শহর বিএনপির আহ্বায়ক একেএম ইরাদত মানু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সোনিয়া হাবিব লাবনী, জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা, শহর যুবলের সদস্য সচিব রায়হান কবির, ছাত্রদল সভাপতি আবুল হাশেম প্রমুখ।
সান নিউজ/এমআর