নিজস্ব প্রতিবেদক: দেশের নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে আজ। এ সময় দলগুলোকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।
আরও পড়ুন: চালু হচ্ছে সকল সামাজিক মাধ্যম
বুধবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনটি জারি করা হবে। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এই সকল কিছু জানান। এর পরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকও করেছেন।
রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রক্রিয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে, দেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অনুবিভাগ উপযুক্ত কারণসহ একটি ফাইল মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে থাকে। এরপর আইন মন্ত্রণালয় তাদের মতামত দিয়ে ফাইলটি স্বরাষ্ট্রে মন্ত্রণালয়ে ফেরত পাঠায়। এর পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি প্রয়োজন মনে করলে ফাইলটি প্রধানমন্ত্রীর কাছেও পাঠিয়ে থাকেন। এতে কোনো দল নিষিদ্ধের প্রস্তাবে সকল জায়গা থেকে ইতিবাচক মতামত এলে শেষে জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সান নিউজ/এমএইচ