নিজস্ব প্রতিবেদক:
বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি উথলী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন দলের নেতাকর্মী ও এলাকাবাসী। জাহাঙ্গীরকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের সোনানগর গ্রামের সংঘর্ষে হায়াত আলী নিহত হওয়ার মামলায় আসামি করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে ষ্টেশন রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ন কবির বাবু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর শেখ, ওয়ার্ড যুবলীগ সভাপতি হেলাল মোল্যা, ইউপি সদস্য আদু মোল্যা প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিহিংসাবশতঃ জাহাঙ্গীর হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে হায়াত আলী হত্যা মামলায় আসামি করেছেন। ক্ষোভ প্রকাশ করে তারা জাহাঙ্গীরকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিতে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান।
গত ০৮ সেপ্টেম্বর সংঘর্ষে আহত হায়াত আলী ওইদিনই রাতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।