বুধবার, ৯ এপ্রিল ২০২৫
মতামত প্রকাশিত ১০ জুন ২০২১ ০৭:৩৪
সর্বশেষ আপডেট ১ জুলাই ২০২১ ১৫:০৬

জ্ঞানই শক্তি

মুজিব রহমান

ইসরাইল কি প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ? বাস্তবিক তা নয়৷ মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদহীন একটি দেশ। কিন্তু তারা পৃথিবীর অন্যতম সম্পদশালী একটি দেশ৷ তাহলে ওই দেশ এতো ধনী কেন? কি আছে তাদের? কারণ, ইসরাইলের নাগরিকদের আছে জ্ঞান৷ সিঙ্গাপুরও ঠিক এমনটিই। সেদেশেও প্রাকৃতিক সম্পদ নেই। আছে পৃথিবীর সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়৷ সেগুলোই তাদের সম্পদ। অর্থাৎ, তারাও জ্ঞানের ওপর নির্ভরশীল৷

বিপরীতে আমরা নাউরুর কথা বলতে পারি৷ প্রাকৃতিক সম্পদ ফসফরাস বিক্রি করেই তারা পৃথিবীর দ্বিতীয় ধনী দেশে পরিণত হয়৷ একসময় ফুরিয়ে যায় প্রাকৃতিক সম্পদ৷ জ্ঞান না থাকায় তাদের করা বিভিন্ন দেশের বিনিয়োগ হাতছাড়া হয়ে যায়৷ আজ নাউরু আবারো পরিণত হয়েছে গরীব রাষ্ট্রে৷

মধ্যপ্রাচ্যের তেল ফুরিয়ে গেলে কিংবা অপ্রয়োজনীয় হয়ে পড়লে, অনেক দেশের অবস্থাই নাউরুর মতোই হবে৷ সৌদী আরব হজের টাকায় কিছুটা টিকে থাকবে। আরব আমিরাত টিকে যাবে বাণিজ্যিক কারণেই৷ দুবাই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল নয়৷ আরব-পারস্যের বাকি দেশগুলোর মানুষ জ্ঞানার্জন করে নি৷ এ কারণেই শতকোটির মুসলিম দেশ মিলেও হেরে যায় অর্ধকোটির ইসরাইলের কাছে৷

সক্রেটিস জ্ঞানী ছিলেন বলেই জানতেন, 'জ্ঞানই শক্তি'! তথ্য জানা ও তার প্রয়োগ করতে পারলেই সব কিছু বদলে দেয়া যায়৷ সুন্দরজীবনের জন্যও জ্ঞান অপরিহার্য৷ জ্ঞান কোনো ভাববাদী জিনিস নয়৷ কোনো সাধু-সন্যাসী বা পীরের দোয়ায় তা কারো মধ্যে প্রবেশ করে না৷ নদীর তীরে দাঁড়িয়ে গভীরভাবে ভাবলেও তা আসবে না৷ জ্ঞান আকাশ থেকে নেমে আসে না, অলৌকিকভাবেও পাওয়া যাবে না৷ বিশ্বাসের কোনো বইতে জ্ঞানের ছিটেফোঁটাও থাকে না৷

তাহলে? কেন ইসরাইলের মতো প্রাকৃতিকসম্পদহীন দেশে জ্ঞানী মানুষ গিজগিজ করে? আর প্রাকৃতিক সম্পদে ভরপুর সৌদী আরবে সাহারা মরুভূমির মতো বিরাণজ্ঞানের জগৎ? সুশিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়েই আজ পাশ্চাত্যের দেশগুলো উন্নতির চরম শিখরে৷

তারা নাগরিকদের দিতে পেরেছে কল্যাণরাষ্ট্র, কথা বলার স্বাধীনতা আর মুক্তচিন্তার অধিকার৷ বিপরীতে তেলসমৃদ্ধ আরব-পারস্য আজও অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত৷ নাগরিকগণ কথা বলতে ব্যর্থ, অধিকার আদায়ে অসচেতন ও অন্ধবিশ্বাসে নিমজ্জিত৷

জ্ঞানের আলো দিয়েই পাশ্চাত্যের মানুষ আইটি খাত নিয়ন্ত্রণ করছে। উন্নত শিল্পকারখানা স্থাপন করছে ও শিল্প-সাহিত্যে শীর্ষে অবস্থান করছে৷ আর অন্ধবিশ্বাস ও অজ্ঞতা মানুষের মর্যাদাই দিচ্ছে না।

লেখক-মুজিব রহমান

সাধারণ সম্পাদক, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, শ্রীনগর শাখা


সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অবস্থান

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে এক কলেজ শিক্ষার্...

ব্যাংকে যাতে কেউ লুটপাটের রাজত্ব করতে না পারে: গভর্নর

ব্যাংকের টাকা লোপাট করে কাউকে পালিয়ে যেতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা