ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

অন্নদাশঙ্কর রায়’র জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (১৫ মার্চ) ১ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা অঞ্চল এর প্রথম ভ্রমণ শেষে স্পেন ফেরত যায়।

১৫৪৫ – ট্রেন্ট কাউন্সিল এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।

১৫৬৪ – মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন।

১৮২০ – যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মেইন অন্তর্ভুক্ত হয়।

১৮৪৮ - বুদাপেস্টে হাঙ্গেরীয় বিপ্লবের সূচনা।

১৮৭২ - ভারতীয় সাক্ষ্য আইন, ১৮৭২ প্রবর্তন।

১৮৯২ – লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৯০৬ - রোলস-রয়েস লিমিটেড নিগমবদ্ধ হয়।

১৯১৭ - রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন।

১৯৩৭ - শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু।

১৯৪৮ - পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৫০ - ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়।

১৯৬১ – দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ অফ নেশনস থেকে প্রত্যাহার করে।

১৯৭২ - বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা।

১৯৭৬ - নাইজারে ব্যর্থ অভ্যুত্থান সংঘটিত।

১৯৭৯ - ব্রাজিলে প্রেসিডেন্ট ফিগুয়ের্দোর নেতৃত্বে বেসামরিক সরকার ক্ষমতা লাভ করে।

১৯৮৫ – প্রথম ইন্টারনেট ডোমেইন নাম নিবন্ধিত হয়।

১৯৮৯ - বুড়িগঙ্গার ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন হয়।

১৯৯০ – মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়ন এর প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন।

২০১১ – সিরীয় অভ্যুত্থান (২০১১–২০১২) এর শুরু।

২০১৬ - বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের ঘটনার কারণে ব্যাংকের গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।

২০১৭ - বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকার পি. সারা ওভাল মাঠে নিজেদের ১০০ তম টেস্ট খেলতে নামে।

আরও পড়ুন: আলেকজান্ডার ফ্লেমিং’র প্রয়াণ

জন্ম

২৭০ – সেন্ট নিকোলাস, গ্রিক বিশপ।

১৭৬৭ – অ্যান্ড্রু জ্যাকসন, ব্রিটিশ-আমেরিকান জেনারেল, বিচারক, রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ম সভাপতি।

১৭৮৩ - রামকমল সেন বাঙালি লেখক দেওয়ান ও অভিধান প্রণেতা।

১৮৩০ - পল হেয়সে, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক।

১৮৪১ - প্রতাপচন্দ্র রায়, বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারত সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক।

১৮৫৪ - এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।

১৮৫৬ - বিশিষ্ট বাঙালি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

১৯০২ - কাজিরো ইয়ামামোতো, জাপানী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্য লেখক।

১৯০৪ - অন্নদাশঙ্কর রায় , কবি ও কথাসাহিত্যিক।

অন্নদাশঙ্কর রায় (১৫ ই মার্চ-১৯০৪ - অক্টোবর ২৮, ২০০২), একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক। ভারতের উড়িষ্যা জেলার এক কায়স্থ রায় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন বিখ্যাত ছড়াকারও।

১৯২০ - এডওয়ার্ড ডোনাল থমাস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার।

১৯২৭ - বেদারউদ্দিন আহমদ, বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।

১৯৩০ - ইভানোভিচ আলফারভ, নোবেল পুরস্কার বিজয়ী বেলারুশীয় বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ।

১৯৩০ - মার্টিন কারপ্লাস, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও শিক্ষাবিদ।

১৯৩১ - চণ্ডী লাহিড়ী, খ্যাতনামা বাঙালি কার্টুনিস্ট ও লেখক।

১৯৩২ - ব্রজেন্দ্র চন্দ্র দেব –– খ্যাতনামা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সমাজ সংস্কারক।

১৯৪৩ - ডেভিড ক্রোনেনবার্গ, কানাডীয় চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।

১৯৫৯ - বেন ওকরি, নাইজেরিয়ার কবি ও লেখক।

১৯৬৯ - কিম রাভে, আমেরিকান অভিনেত্রী।

১৯৭৭ - জো হান, আমেরিকান ডিজে, প্রযোজক ও পরিচালক।

১৯৭৮ - আলি সইদি-সৈফ, আলজেরীয় অলিম্পিক দৌড়বীর।

১৯৯৩ - আলিয়া ভাট, ভারতীয় অভিনেত্রী।

১৯৯৩ - পল পগবা, ফরাসি ফুটবলার।

আরও পড়ুন: সমরেশ বসু’র প্রয়াণ

মৃত্যু

০০৪৪- জুলিয়াস সিজার, রোমান জেনারেল ও রাজনীতিবিদ।

০২২০ - কাও কাও, চীনা যুদ্ধবাজ।

১৫৩৬ - পারগালি ইব্রাহিম পাশা, অটোমানের সুলতান।

১৮৪২ - লুইজি চেরুবিনি, ইতালীয় সুরকার ও তাত্ত্বিক।

১৯২১ - অটোমান রাজনীতিক ও অটোমান সাম্রাজ্যের ২৮১তম গ্র্যান্ড ভিজিয়েরের মুহাম্মদ তালাত পাশা মৃত্যুবরণ করেন।

১৯৩৯ - জলধর সেন, বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক ও সম্পাদক।

১৯৬২ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ আর্থার হোলি কম্পটন মৃত্যুবরণ করেন।

১৯৮৪ - প্রখ্যাত বাঙালি দার্শনিক কালিদাস ভট্টাচার্য।

১৯৯৭ - হাঙ্গেরিয়ান চিত্রশিল্পী ভিক্টর ভাসারেলয় মৃত্যুবরণ করেন।

১৯৯৮ - মালতী চৌধুরী,ভারতীয় বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী।

২০০০ - শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেডি রাণু মুখোপাধ্যায়।

২০০৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ জন অ্যান্থনি পোপল মৃত্যুবরণ করেন ।

২০০৮ - ছয়ের উদ্দিন আহমেদ, রংপুর অঞ্চলের একজন বাম ধারার রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক।

২০১৫ - ভারতীয় লেখক ও সমাজ কর্মী নারায়ণ দেসাই মৃত্যুবরণ করেন ।

২০২৩ - সন্দীপ দত্ত, কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

বারী সিদ্দিকী’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের এক...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছ...

ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা