ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: মহান বিজয় দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ৪ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ, ৫ সামাদিউল আউয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত

ঘটনাবলী:

১১৫৪ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক।

১৬৭৫ - দিল্লিতে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ ঘটানো হয়।

১৬৮৮ - রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান।

১৮৮৯ - হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।

১৮৯১ - কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়।

১৯৪১ - জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়।

১৯৪২ - ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের দু’দিন ব্যাপী প্রথম সম্মেলন শুরু।

১৯৫৭ - মস্কো ও লন্ডনের মধ্যে বিমান চলাচল শুরু।

১৯৮৯ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।

১৯৯১ - মোটরগাড়ি নির্মাণশিল্পের পুরোধা জেনারেল মোটরস কোম্পানির একশটি কারখানা বন্ধ হয়ে গেলে আমেরিকায় ৭৪ হাজার শ্রমিক চাকরি হারান।

১৯৯৬ - চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।

বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু হয়। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ও ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে (পি.ও নং-১১৫) বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়।

১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে। ৬ মার্চ ১৯৭৫ সাল হতে রামপুরা টিভি ভবনে নতুন আঙ্গিকে শুরু হয় বিটিভির সম্প্রচার কার্যক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২১ মে ১৯৭৫ সালে বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন করেন।

আরও পড়ুন: খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস

১৯৮০ সালে শুরু হয় বিটিভির রঙিন সম্প্রচার। বর্তমানে অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার কার্যক্রম চলছে ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র থেকে। সম্প্রচার সুবিধার জন্য রয়েছে ১৪টি উপকেন্দ্র/রিলে কেন্দ্র।

১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশনের একটি নতুন পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপিত হয়। কেন্দ্রটি উদ্বোধন করেন বর্তমান ও তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে প্রতিদিন ১ ঘন্টা ৩০ মিনিট ব্যাপ্তিকালের অনুষ্ঠান স্থানীয়ভাবে প্রচার করা হতো।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস

গত ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে প্রধানমন্ত্রী চট্টগ্রাম কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে ৬ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচারের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করেন। পরবর্তীতে ১৪ এপ্রিল ২০১৮ থেকে চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার সময় ৬ ঘন্টা থেকে বৃদ্ধি করে ৯ ঘন্টায় উন্নীত করা হয়।

২৬ জানুযারী ২০২০ সাল থেকে সম্প্রচার সময় ১২ ঘন্টায় উন্নীত করা হয়েছে। ১০ জানুয়ারি ২০২১ তারিখ থেকে সম্প্রচার সময় ১৮ ঘন্টায় উন্নীত করা হয়।

১৯ ডিসেম্বর ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত কেন্দ্রের ২৪ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচারের শুভ উদ্ধোধন করেন। চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান স্যাটেলাইটের মাধ্যমে দেশে-বিদেশে সম্প্রচারিত হচ্ছে।

আরও পড়ুন: নিরো’র জন্ম

জন্মদিন:

১৬৮৩ - স্পেনের রাজা পঞ্চম ফিলিপ।

১৮৫২ - এলবার্ট মিকেলসন, মার্কিন পদার্থবিদ।

১৮৭৩ - বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। (মৃ.০৬/০২/১৯৪৬)

১৮৭৫ - মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।

১৯০২ - রাফ রিচার্ডসন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ১৯৮৩)

১৯০৪ - ভারতের কমিউনিস্ট পার্টি ও ট্রেড ইউনিয়নের নেতা রণদিভের জন্ম। (মৃ.০৬/০৪/১৯৯০)

১৯০৬ - সোভিয়েত কমিউনিস্ট নেতা ও প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের জন্ম।

১৯০৮ - প্রখ্যাত বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখাপাধ্যায়। (মৃ.১৩/১১/১৯৮০)

১৯১০ - জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।

১৯৩৪ - প্রতিভা পাতিল, ভারতের দ্বাদশ ও প্রথম মহিলা রাষ্ট্রপতি।

আরও পড়ুন: বিনয় মজুমদার’র প্রয়াণ

মৃত্যুবার্ষিকী:

১৭৩৭ - জেমস সোবিয়েস্কি, পোল্যান্ডের যুবরাজ।

১৮৬০ - লর্ড ডালহৌসি, ভারতের গভর্নর জেনারেল। (জ.২২/০৪/১৮১২)

১৯১১ - মীর মশাররফ হোসেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। (জ.১৩/১১/১৮৪৭)

১৯১৮ - রাধাগোবিন্দ কর, বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক। (জ.২৩/০৮/১৮৫২)

১৯১৮ - অজিতকুমার চক্রবর্তী, রবীন্দ্রনাথের শিক্ষার আদর্শ রূপায়ণকারী, রবীন্দ্র অনুরাগী ব্যক্তিত্ব। (জ.১৮৮৬)

১৯২৭ - রামপ্রসাদ বিসমিল, মণিপুর ষড়যন্ত্র মামলায় যুক্ত বৃটিশ বিরোধী বিপ্লবী। (জ.১১/০৬/১৮৯৭)

১৯২৭ - আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। (জ.২২/১০/১৯০০)

১৯৮৪ - আবদুল কাদির, ছান্দসিক হিসেবে খ্যাত বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক।

১৯৮৭ - ড. খায়রুল বশর, গবেষক ও প্রাবন্ধিক।

২০২০ - পবিত্র কাবা ঘরে স্থাপিত দরজার নকশাকার প্রকৌশলি মুনির আল জুনদি।

আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবস

দিবস:

বাংলা ব্লগ দিবস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে চাষ হচ্ছে সৌদির আজওয়া খেজুর

লক্ষ্মীপুর প্রতিনিধি: মরুর দেশ সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজু...

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি ক...

আ’লীগকে নির্বাচনে আনতে চাই বলিনি

নিজস্ব প্রতিবেদক : আমরা কাউকে নির্বাচনে আনতে চাই, এমনটা বলিন...

কিয়েভে দূতাবাস বন্ধ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার ভয়...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

আইপিএলের আগেই নিষেধাজ্ঞায় হার্দিক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়...

খালেদা-ইউনূসের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিব...

পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথায় স্কুলে যাওয়ার পথে দুই ম...

বহু বছরপর সেনাকুঞ্জে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজি...

২০২৫ সালে স্কুল ছুটি থাকবে ৭৬ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা