সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি

আজ গণতন্ত্র মুক্তি দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ গণতন্ত্র মুক্তি দিবস। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটে।

আরও পড়ুন: শুরু হলো বিজয়ের মাস

এ দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দল বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণ হারান নূর হোসেন, সেলিম, দেলোয়ার, তাজুল, ডা. মিলন, নূরুল হুদা, বাবুল, ফাত্তাহসহ অনেকে।

‘গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এখনো স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী চক্র নানাভাবে গণতন্ত্র ও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। গণতন্ত্র মুক্তি দিবসে গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদের রক্ত বৃথা যেতে দেব না এই হোক আমাদের সুদৃঢ় প্রত্যয়।

আরও পড়ুন: সত্য চৌধুরী’র মৃত্যু দিবস

শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল মহান স্বাধীনতা। যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সোনার বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত, স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী চক্র তখনই তাকে পরিবারের বেশির ভাগ সদস্যসহ হত্যা করে। ইতিহাসের এই বর্বরতম হত্যার মাধ্যমে অসাংবিধানিক ও অবৈধ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জনগণের ভোটের অধিকার হরণ করে।

প্রধানমন্ত্রী জানান , ১৯৯০ সালের ৬ ডিসেম্বর অব্যাহত আন্দোলনের ফলে স্বৈরাচারী শাসক গণআন্দোলনের কাছে নতিস্বীকার করে পদত্যাগে বাধ্য হয়। বাংলাদেশে বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে পুনঃপ্রতিষ্ঠিত হয় ভোটের অধিকার। জাতি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সব শহীদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আরও পড়ুন: হরপ্রসাদ শাস্ত্র ‘র জন্মদিন

প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান জানায়, আসুন, সবাই মিলে গণতন্ত্র ও দেশবিরোধী সব চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করি। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা