নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।
আরও পড়ুন: মীর মশাররফ হোসেন’র জন্ম
সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
বুধবার (১৫ নভেম্বর), ৩০ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, ৩০ রবিউস সানি ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আরও পড়ুন: বিশ্ব নিউমোনিয়া দিবস
ঘটনাবলী:
১৬২১ - উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে।
১৭৯১ - আমেরিকায় প্রথম ক্যাথলিক কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৭৯৫ - লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।
১৮০৬ - আমেরিকায় প্রথম কলেজ ম্যাগাজিন প্রকাশিত হয়।
১৮৩০ - প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।
১৮৩৭ - আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশিত হয়।
১৮৫৯ - প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।
১৮৮৯ - ব্রাজিল গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়।
১৯০৪ - জিলেট ব্লেড প্যাটেন্ট করেন সি জিলেট।
১৯১৩ - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ।
১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ১৯১৩ সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন।
তার নোবেল পুরস্কার লাভের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পুরস্কার লাভের পথে ঘটেছিল একাধিক ঐতিহাসিক ঘটনা। সাহিত্যের আঙ্গিকে ঘটনাগুলোর কয়েকটিকে বিরল থেকে বিরলতম ঘটনাও বলা যেতে পারে।
আরও পড়ুন: বিশ্ব রেড ক্রস সংগঠিত
১৯১০ সালে বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী উইলিয়াম রোটেনস্টাইন কলকাতায় আসেন। অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি দেখতে তিনি উপস্থিত হন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে।
সেখানেই তার সাথে দেখা হয় কবি গুরুর। রোটেনস্টাইন কবির একটি ছবি আঁকেন। সে সময় থেকেই এই ২ মহান ব্যক্তিত্বের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।
১৯১২ সালে ‘মডার্ন রিভিউ’ পত্রিকায় প্রকাশিত হয় স্বামী বিবেকানন্দের শিষ্যা সিস্টার নিবেদিতার ইংরেজিতে অনুবাদ করা ‘কাবুলিওয়ালা’ গল্প। উইলিয়াম রোটেনস্টাইন সেই লেখা পড়ে অবাক হয়ে যান। এর আগে পর্যন্ত তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্ম সম্পর্কে পরিচিত ছিলেন না।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা
এরপর রোটেনস্টাইনের অনুরোধে বিখ্যাত শিক্ষক অজিত চক্রবর্তী মহাশয় কবির কিছু লেখা ইংরেজিতে অনুবাদ করে তার কাছে পাঠান। তখন আরো অবাক হন উইলিয়াম রোটেনস্টাইন। তাকে কবিগুরু সাহিত্য চর্চা সম্পর্কে লন্ডনে বিশদে জানান প্রমথলাল সেন ও ব্রজেন্দ্রনাথ শীল।
পরে উইলিয়াম রোটেনস্টাইনের আমন্ত্রণে লন্ডন পাড়ি দেন কবি। জাহাজে তিনি গীতাঞ্জলি-এর কিছু কবিতা অনুবাদ করেন। সাথে অনুবাদ করেন শিলাইদহে বসে তার লেখা আরও কিছু কবিতা। সেই কবিতা পড়ে অভিভূত হন রোটেনস্টাইন।
তিনি কবির খাতাটি আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটসসহ একাধিক সাহিত্য সমালোচককে পাঠান। এছাড়া তিনি জর্জ বার্নডশ’কে চিঠি লিখে কবি গুরুর কবিতা পড়ার অনুরোধ জানান।
আরও পড়ুন: জুভেন্টাস ফুটবল ক্লাব গঠিত
এরপর লন্ডনে এক সাহিত্য সভায় মিলিত হন কবি উইলিয়াম বাটলার ইয়েটসসহ বেশ কিছু কবি সাহিত্যিক ও লেখক। কবি গুরুর অনুবাদ করা কবিতাগুলি শুনে তারা একের পর এক ইতিবাচক প্রতিক্রিয়া পাঠান। এক দিনেই লন্ডনের সাহিত্য মহলে ছড়িয়ে পরে কবি গুরুর নাম।
নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, নোবেল পুরস্কারের জন্য নাম সুপারিশ করতে পারেন বিভিন্ন দেশের স্বীকৃত সংস্থার সভ্যরা বা কোন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি।
কবি গুরুর কবিতা পড়ে মুগ্ধ হওয়া স্টার্জমুর মহাশয় ছিলেন রয়েল সোয়াইটি অব লিটারেচার অব ইউ কে-এর সদস্য। তিনি নোবেল পুরস্কারের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সুপারিশ করেন। কিন্তু এ কথা কবি গুরুও নিজেও জানতেন না। সম্পূর্ণ গোপনে তার নাম সুপারিশ করেন স্টার্জমুর।
আরও পড়ুন: হেডি লেমার’র জন্মদিন
সে বছর বিভিন্ন দেশ থেকে আরও ২৮ জনের নামে সুপারিশ এসেছিল। সুইডিশ একাডেমির সদস্য হলেও স্টার্জমুর-এর হাতে ছিল একমাত্র গীতাঞ্জলি-এর অনুবাদ করা বইটি। তৎকালীন নোবেল কমিটির সভাপতি হোয়ানে কবি গুরুর নামের বিরোধিত করে বলেন, একটি মাত্র বই দেখে বিচার করা সম্ভব নয়।
তখন নোবেল কমিটিতে ছিলেন প্রাচ্যবিদ এসাইস টেঙ্গার। তিনি বাঙলা ভাষা জানতেন। কমিটির সদস্যদের তিনি প্রভাবিত করেন। সুইডিশ কবি হাইডেস্টাম গীতাঞ্জলির সুইডিশ অনুবাদ পড়ে মুগ্ধ হন। তখন তিনি ব্যক্তিগতভাবে নোবেল কমিটিকে চিঠি লেখেন।
অবশেষে ১৯১৩ সালে নোবেল কমিটির বিচারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ঘোষণা করা হয়।
১৯২০ - জেনেভায় প্রথম লীগ অব নেশন্সের সভা হয়।
১৯২৪ - কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯২৬ - রেডিও এনবিসি’র সম্প্রচার শুরু ২৪ টি কেন্দ্র থেকে।
১৯৩২ - ওয়াল্ট ডিজনি আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়।
১৯৩৫ - ফিলিপিন কমনওয়েলথের উদ্বোধন হয়।
১৯৮১ - বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিচারপতি আবদুস সাত্তার বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৩ - তুর্কি অধিকৃত সাইপ্রাসের স্বাধীনতা ঘোষণা করা হয়।
১৯৮৪ - জার্মানীর রাজধানী বার্লিনে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ গুলোকে ভাগ-বণ্টন করা নিয়ে একটি সম্মেলন হয়েছিল। ইতিহাসে এই সম্মেলনটি বার্লিন সম্মেলন নামে পরিচিত।
১৯৮৮ - পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা ঘোষণা দেন।
১৯৯৭ - মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি) ঢাকায় সেবাদান কার্যক্রম শুরু করে।
২০০০ - ভারতের ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়।
আরও পড়ুন: মার্টিন লুথার কিং’র জন্মদিন
জন্মদিন:
১৬৭০ - বার্নার্ড ম্যান্ডেভিল, অ্যাংলো-ডাচ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ এবং ব্যাঙ্গ রচয়িতা।
১৭৩৮ - উইলিয়াম হার্শেল, জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার। (মৃ. ১৮২২)
১৮৬২ - গেরহার্ট হাউপ্টমান, জার্মান লেখক, কবি, নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার। (মৃ. ১৯৪৬)
১৮৭৪ - আগস্ট ক্রোঘ, ডেনিশ প্রাণিবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৪৯)
১৮৭৫ - বিরসা মুন্ডা, ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক। (মৃ. ১৯০০)
১৮৯১ - পশুপতি ভট্টাচার্য, খ্যাতনামা চিকিৎসক ও সাংবাদিক। (মৃ.২৭/০১/১৯৭৮)
১৮৯৬ - রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশী সমাজসেবক এবং দানবীর ব্যক্তিত্ব। (মৃ. ১৯৭১)
১৯০৭ - ক্লজ ফন স্টফেনবার্গ, জার্মান সামরিক কর্মকর্তা।
১৯২৫ - ইয়ুলি ড্যানিয়েল, রাশিয়ান কবি ও লেখক।
১৯২৯ - এড অ্যাসনার, মার্কিন অভিনেতা, গায়ক ও প্রযোজক।
১৯৩৬ - এইচ. বি. বেইলি - মার্কিন রেসিং কার ড্রাইভার। (মৃ. ২০০৩)
১৯৪০ - স্যাম ওয়াটারস্টন, মার্কিন অভিনেতা।
১৯৪৫ - মুফতি ফজলুল হক আমিনী বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞ।
১৯৫৪ - বারী সিদ্দিকী, বাংলাদেশের ফোক গায়ক এবং বংশীবাদক। (মৃ. ২০১৭)
১৯৫৯ - টিবর ফিসার, ইংরেজ লেখক।
১৯৬৮ - মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব। (জ. ১৯৬৮)
১৯৮২ - কালু উছে, নাইজেরিয়ান ফুটবল।
১৯৮৬ - সানিয়া মির্জা, ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড়।
১৯৯১ - শাইলিন উডলি, মার্কিন অভিনেত্রী।
১৯৯৩ - পাওলো দিবালা, আর্জেন্টিনীয় ফুটবলার।
আরও পড়ুন: লালন শাহ’র জন্ম
মৃত্যুবার্ষিকী:
১৬২৯ - বেথলেন গ্যাবর, হাঙ্গেরির রাজা।
১৬৩০ - জোহান্নেস কেপলার, জার্মান গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী।
১৮৫৬ - মধুসূদন গুপ্ত, প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালি চিকিৎসক। (জ.১৮০০)
১৯১৬ - হেনরিক সিয়েনকিয়েভিচ, নোবেলজয়ী পোলিশ ঔপন্যাসিক।
১৯১৯ - আলফ্রেড ভের্নের, নোবেলজয়ী সুইস রসায়নবিদ।
১৯২৩ - পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক-সম্পাদক। (জ. ১৮৬৬)
১৯৫৯ - চার্লস উইলসন, পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী।
১৯৭০ - কালীপদ পাঠক, প্রখ্যাত বাঙালি টপ্পাগায়ক। (জ. ১৮৯০)
১৯৮১ - এনিড মারকেয়, মার্কিন অভিনেত্রী।
১৯৮৬ - মুহাম্মাদ তাকি মোদাররেস রাজাভি, ইরানের আলেম, গবেষক ও সাহিত্যিক।
১৯৮৭ - শ্যামল মিত্র, ভারতীয় বাঙালি গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী। (জ. ১৯২৯)
২০০১ - শ্রীস্বপন কুমার, শ্রীভৃগু, ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত গোয়েন্দা কাহিনীকার, জ্যোতিষী ও ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডে। (জ.১৯২৭)
২০০৫ - আরটো সাল্মিনেন, ফিনিশ সাংবাদিক ও লেখক।
২০২০ - সৌমিত্র চট্টোপাধ্যায়, দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কিংবদন্তি ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, আবৃত্তিকার। (জ. ১৯৩৫)
২০২১ - বাংলাদেশী সাহিত্যিক হাসান আজিজুল হক। (জ. ০২/০২/১৯৩৯)
আরও পড়ুন: সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা
দিবস:
মার্কিন যুক্তরাষ্ট্র - আমেরিকা recycles দিবস।
আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস।
ফিলিস্তিন - স্বাধীনতা দিবস, একতরফাভাবে 1988 সালে ঘোষিত।
শ্রীলঙ্কা - জাতীয় বৃক্ষরোপণ দিবস।
সান নিউজে/এনজে