সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।
আরও পড়ুন: এপিজে আবদুল কালাম’র প্রয়াণ
সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ শুক্রবার (২৮ জুলাই), ১৩ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ, ৯ মুহররম ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আরও পড়ুন: এফবিআই গঠিত
ঘটনাবলী:
১৮২১ - স্পেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে পেরু স্বাধীনতা ঘোষণা করে।
১৯১৩ - বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠা।
১৯১৪ - অস্ট্রিয়া-হাঙ্গেরির সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
১৯৫০ - তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।
১৯৬৩ - জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হন।
১৯৬৭ -পূর্ব চীনের তাঙ্ক শান শহরে সাত দশমিক নয় মাত্রার ভয়াবহ ভুমিকম্প হয়েছিল।
১৯৭৪ - যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্নের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।
১৯৭৬ - চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লাখ লোকের প্রাণহানি।
১৯৮৮ - চীনে টক্কর খেয়ে একশো জাহাজডুবি।
আরও পড়ুন: আবদুল্লাহ আবু সায়ীদ’র জন্ম
জন্মদিন:
১১৬৫ - মহীউদ্দীন ইবনে আরাবী, একজন আরব সুফি সাধক লেখক ও দার্শনিক। (মৃ. ১২৪০)
১৬৩৫ - রবার্ট হুক, ইংরেজ চিকিৎসাবিদ ও রসায়নবিদ। (মৃ. ১৭০৩)
১৮০৪ - লুডউইগ ফয়েরবাক, জার্মানীর একজন বস্তুবাদী দার্শনিক। (মৃ. ১৮৭২)
১৮৭৪ - প্রখ্যাত শিক্ষাবিদ ও চিকিৎসক বিমলচন্দ্র ঘোষ।
১৯০১ - বাংলাদেশের বামপন্থী রাজনীতিবিদ কমরেড মণি সিং। (মৃ.১৯৯০)
১৯০৪ - নোবেলজয়ী সোভিয়েত পদার্থবিদ পাভেল আ. চেরেনকভ।
১৯১২ - কমল দাশগুপ্ত, আধুনিক সহজ সরল মেলোডি প্রধান বাংলা গানের সেরা সুরকার। (মৃ.২০/০৭/১৯৭৪)
১৯১৫ - চার্লস হার্ড টাউনস, আমেরিকান পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০১৫)
১৯২৫ - বারুক স্যামুয়েল ব্লুমবার্গ, আমেরিকান চিকিৎসক এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০১১)
১৯৩০ - ফিরোজা বেগম, বাঙালি নজরুলসঙ্গীত শিল্পী। (মৃ.০৯/০৯/২০১৪)
১৯৩৫ - অশোক শেখর গঙ্গোপাধ্যায়, ভারতের প্রখ্যাত শিপ্প বিশেষজ্ঞ ও সাবেক রাজ্যসভা সদস্য।
১৯৩৮ - সুখেন দাস, ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক। (মৃ.৪/০৪/২০০৪)
১৯৫৪ - হুগো চাভেজ, ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি। (মৃ. ২০১৩)
১৯৫৬ - অশোক সেন, ভারতীয় বাঙালি তাত্ত্বিক পদার্থবিদ।
১৯৮১ - মাইকেল ক্যারিক, ইংরেজ ফুটবলার।
১৯৮৭ - পেদ্রো রোদ্রিগেজ, স্পেনীয় ফুটবলার।
১৯৯৩ - হ্যারি কেন, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
১৯৯৩ - চের লয়েড, ইংরেজ গায়িকা।
২০০০ - এমিল স্মিথ রো, ইংরেজ ফুটবলার।
আরও পড়ুন: উত্তম কুমার’র প্রয়াণ
মৃত্যুবার্ষিকী:
৪৫০ - দ্বিতীয় থিওডোসিয়াস, রোমান সম্রাট। (জ. ৪০১)
১৬৫৫ - সাইরানো ডি বার্গেরাক, ফরাসি কবি ও নাট্যকার। (জ. ১৬১৯)
১৭৫০ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার। (জ. ১৬৮৫)
১৯৩৪ - মারি ড্রেসলার, কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুকাভিনেতা। (জ. ১৮৬৮)
১৯৬৮ - অটো হান, জার্মান ভৌত রসায়নিবিদ। (জ. ১৮৭৯)
১৯৭২ - চারু মজুমদার, বাঙালি মার্কসবাদী বিপ্লবী। (জ.১৫/০৫/১৯১৫)
১৯৮০ - মোহাম্মদ রেজা পাহলভি, ইরানের শেষ রাজা। (জ. ১৯১৯)
১৯৯৭ - সত্য বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। (জ.১৯২৬)
২০০১ - আহমদ ছফা, বাংলাদেশী লেখক, কবি ও সমালোচক। (জ. ১৯৪৩)
আহমদ ছফা (৩০ জুন ১৯৪৩ - ২৮ জুলাই ২০০১) ছিলেন একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ও সলিমুল্লাহ খানসহ আরো অনেকের মতে, মীর মশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমান লেখক হলেন আহমদ ছফা। তার লেখায় বাংলাদেশি জাতিসত্তার পরিচয় নির্ধারণ প্রাধান্য পেয়েছে।
আরও পড়ুন: তাজউদ্দীন আহমদ’র জন্ম
বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে রচিত বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস (১৯৭২) প্রবন্ধগ্রন্থে আহমদ ছফা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের মানচিত্র অঙ্কন করেন এবং বাংলাদেশি বুদ্ধিজীবীদের সুবিধাবাদিতার নগ্ন রূপ উন্মোচন করেন তথা বুদ্ধিজীবীদের সত্যিকার দায়িত্বের স্বরূপ ও দিকনির্দেশনা বর্ণনাপূর্বক তাদের সতর্ক করে দিতে বুদ্ধিজীবীদের ব্যর্থতায় বাংলাদেশের কী দুর্দশা হতে পারে, তা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন।
২০০৪ - ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী। (জ. ১৯১৬)
২০১০ - শ্যামল গুপ্ত, আধুনিক বাংলা রোমান্টিক গানের গীতিকার। (জ.০৩/১২/১৯২২)
২০১০ - আব্দুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী। (জন্ম-০৩/০১/১৯৪৩)
২০১৬ - মহাশ্বেতা দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী। (জ.১৪/০১/১৯২৬)
২০১৭ - মেজর জিয়াউদ্দিন আহমদ, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এবং ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাবসেক্টর কমান্ডার। (জ.১৯৫০)
আরও পড়ুন: প্যারীচাঁদ মিত্র’র জন্ম
দিবস:
বিশ্ব হেপাটাইটিস দিবস
সান নিউজ/এনজে