সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।
আরও পড়ুন : টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি
সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ১২ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। ৪ শাওয়াল ১৪৪৪ হিজিরী।
এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আরও পড়ুন : পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ১২
ঘটনাবলী :
১৭৯২ - প্যারিতে প্রথম গিলেটিন স্থাপিত হয়।
১৮৫৯ - সুয়েজ খাল খননের কাজ শুরু হয়।
১৮৮২ - খুলনা জেলা গঠিত হয়।
১৯০১ - যুক্তরাস্ট্রের প্রথম রাজ্য হিসাবে নিউইয়র্কে অটোমোবাইলের প্লেট চালু হয়।
১৯১৫ - গ্যালিপলির যুদ্ধের সূচনা।
১৯৬৬ - ভয়ানক এক ভুমিকম্পে তাসখন্দ শহর ধ্বংস প্রাপ্ত হয়।
১৯৭১ - ভিয়েতনামে সামরিক অভিযানের বিরোধীতা করে যুক্তরাষ্ট্রের প্রায় দুই লক্ষ জনতা ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাওস।
১৯৭৫ - ৫০ বছর পর পর্তুগালে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৮২ - ক্যাম্প ডেভিড চুক্তি অনুসারে ইসরায়েল সিসনাই উপত্যাকা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে।
১৯৮৯ - ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী নোবোরু তাকাশিতা পদত্যাগ করেন।
আরও পড়ুন : রানা প্লাজা ট্র্যাজেডি দিবস
জন্মদিন :
১৫৯৯ - অলিভার ক্রমওয়েল, ইংরেজ জেনারেল ও রাজনীতিবিদ।
১৮৪৮ - টম আর্মিটেজ, ইংরেজ ক্রিকেটার।(মৃ. ১৯২২)
১৮৪৯ - ফেলিক্স ক্লাইন, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।
১৮৫০ - লুইসে আদলফা লি বেয়াউ, জার্মান সুরকার।
১৮৭২ - চার্লস বার্জেস ফ্রাই, ইংরেজ ক্রিকেটার।(মৃ. ১৯৫৬)
১৮৭৪ - গুলিয়েলমো মার্কোনি, ১৯০৯ সালে নোবেলজয়ী ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী।(মৃ. ১৯৩৭)
১৮৮৬ - চার্লস কেলেওয়ে, অস্ট্রেলীয় ক্রিকেটার।(মৃ. ১৯৪৪)
১৮৯২ - বিশিষ্ট বাঙালি শিক্ষাব্রতী জিতেন্দ্রমোহন সেন।(মৃ. ১৯৫৬)
১৮৯৮ - ভিয়েসনতি আলেসান্দ্র, নোবেলজয়ী স্পেনীয় কবি।
১৯০০ - ভোল্ফগাং পাউলি, অস্ট্রীয় নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী।(মৃ. ১৯৫৮)
১৯০০ - গ্লাডউইন জেব, ইংরেজ রাজনীতিবিদ, কূটনীতিক এবং জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল।(মৃ. ১৯৯৬)
১৯০৩ - আন্দ্রেই কোলমোগোরোভ, রাশিয়ান গণিতবিদ ও শিক্ষাবিদ।
১৯১৮ - গেরারড ডে. ভাউচউলেউরস, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী।
১৯২১ - ক্যারেল অ্যাপেল, ডাচ চিত্রশিল্পী ও ভাস্কর।
১৯২৭ - অ্যালবার্ট উদেরজো, ফরাসি কমিক বই লেখক।
১৯৩০ - রয় মার্শাল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।(মৃ. ১৯৯২)
১৯৩৮ - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাঙালি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক।(মৃ. ০৪/০৮/২০২০)
১৯৪০ - আল পাচিনো, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
১৯৪৫ - বিজোরন উল্ভায়েউস, সুইডিশ গায়ক, গীতিকার ও প্রযোজক।
১৯৪৬ - তালিয়া শায়ার, মার্কিন অভিনেত্রী।
১৯৪৭ - হেনড্রিক ইয়ুহানেস ক্রুইফ, ডাচ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
১৯৪৯ - ডমিনিকুয়ে স্ট্রস-কাহন, ফরাসি অর্থনীতিবিদ, আইনজীবী ও রাজনীতিবিদ।
১৯৫৫ - পারভিজ পারাস্তুই, ইরানি অভিনেতা ও গায়ক।
১৯৫৯ - অমিত চাকমা, বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ।
অমিত চাকমা (জন্ম: ২৫ এপ্রিল, ১৯৫৯; অমিতাভ চাকমা নামেও পরিচিত) হলেন একজন বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ। তিনি ২০০৯ সালে কানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন ওন্টারিও-র প্রেসিডেন্ট ও উপাচার্য নিযুক্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ১০ম প্রেসিডেন্ট। ২০১০ সালের ১৯ জুন ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং, ২০১৫ সালে তিনি ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই থেকে আজীবন সম্মাননা এবং ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স ডিগ্রী লাভ করেন।
১৯৬৩ - ডেভিড উইলিয়াম মোয়েস, স্কটিশ ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৪ - জেমি সিডন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ক্রিকেট কোচ।
১৯৬৪ - ফিওনা ব্রুস, ব্রিটিশ সাংবাদিক।
১৯৬৯ - রানে জেলওয়েগার, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।
রানে ক্যাথলিন জেলওয়েগার (/rəˈneɪ ˈzɛlwɛɡər/; জন্ম : ২৫শে এপ্রিল ১৯৬৯) হলেন একজন মার্কিন অভিনেত্রী ও প্রযোজক। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে ২ টি একাডেমি পুরস্কার, ২ টি বাফটা পুরস্কার, ৪ টি গোল্ডেন গ্লোব পুরস্কার, ও ৪ টি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার। ২০০৭ সালে তিনি হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন এবং ২০০৯ সালে তিনি হাস্টি পুডিং বর্ষসেরা নারীর খ্যাতি লাভ করেন।
চলচ্চিত্রে জেলওয়েগারের প্রথম প্রধান চরিত্রে কাজ ছিল ভীতিপ্রদ ধারাবাহিক টেক্সাস চেইনশ ম্যাসাকার : দ্য নেক্সট জেনারেশন (১৯৯৪)। পরের বছর এম্পায়ার রেকর্ডস (১৯৯৫) চলচ্চিত্রে অভিনয় করে তিনি সমাদৃত হন। তিনি পরবর্তীতে ক্রীড়া নাট্যধর্মী জেরি ম্যাগুইয়ার (১৯৯৬) চলচ্চিত্র দিয়ে সকলের দৃষ্টি কাড়েন এবং হাস্যরসাত্মক নার্স বেটি (২০০০) চলচ্চিত্রে অভিনয় করে তার প্রথম শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। ২০০১ সালে প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ব্রিজেট জোন্স্স ডায়েরি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করনে। ২০০২ সালে সঙ্গীতধর্মী শিকাগো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেন।
১৯৭০ - জেসন ফুসলান, আমেরিকান অভিনেতা।
১৯৭৬ - রেইনার সচুটলের, জার্মান সাবেক টেনিস খেলোয়াড় ও কোচ।
১৯৮০ - ব্রুস মার্টিন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
১৯৮২ - মার্কো রাসো, ইতালিয়ান ফুটবলার।
১৯৮২ - মন্টি পানেসর, ইংরেজ ক্রিকেটার।
১৯৯০ - অ্যান্ড্রু পয়েন্টার, আইরিশ ক্রিকেটার।
১৯৯৩ - রাফায়েল ভারানে, ফরাসি ফুটবলার।
আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প
মৃত্যুবার্ষিকী :
১০৭৭ - প্রথম গেযা, হাঙ্গেরির রাজা।
১৪৭২ - লেওন বাতিস্তা অ্যালবার্তি, ইতালীয় লেখক, কবি ও দার্শনিক।
১৭৭৪ - অ্যান্ডার্স সেলসিয়াস, সুয়েডীয় জ্যোতির্বিদ।(জ. ১৭০১)
১৮০০ - উইলিয়াম কাউপার, ইংরেজ কবি।
১৮৪০ - সিম্যান ডেনিস পইসন, ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
১৮৭৮ - আন্না সেওয়েল, ইংরেজ লেখক।
১৯১১ - এমিলিও সালগারি, ইতালিয়ান লেখক।
১৯২০ - ভারতবর্ষে সর্বপ্রথম পালি ভাষার চর্চা ও বৌদ্ধ শাস্ত্রানুরাগী বাঙালি ব্যক্তিত্ব সতীশচন্দ্র আচার্য বিদ্যাভূষণ।(জ. ১৮৭০)
১৯৪০ - প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক মৌলভী মুজিবুর রহমান।
১৯৪৮ - ধ্রুপদী রাগ সঙ্গীত শিল্পী গিরিজাশঙ্কর চক্রবর্তী।(জ. ১৮৫৫)
১৯৬৮ - বাঙালি বিপ্লবী ও প্রখ্যাত চিকিৎসক যতীন্দ্রনাথ ঘোষাল।(জ. ১৮৭৮)
১৯৭২ - জর্জ স্যান্ডার্স, ইংরেজ অভিনেতা।(জ. ১৯০৬)
১৯৭৩ - বিনোদচন্দ্র চক্রবর্তী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।(জ. ১৯০৯)
১৯৭৫ - ফাল্গুনী মুখোপাধ্যায়, বাঙালি লেখক।(জ. ১৯০৪)
১৯৭৬ - ক্যারল রিড, ইংরেজ পরিচালক ও প্রযোজক।(জ. ১৯০৬)
১৯৮৮ - ভালেরি সলানাস, আমেরিকান লেখক।
১৯৯০ - ডেক্সটার গর্ডন, আমেরিকান স্যাক্সোফোননিস্ট, সুরকার এবং অভিনেতা(জ. ১৯২৩)
১৯৯২ - য়ুটাকা অযাকি, জাপানি গায়ক।
১৯৯৫ - জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা।(জ. ১৯১১)
২০০০ - লুচিন্ লে ক্যাম, ফরাসি গণিতবিদ।
২০০১ - ছায়া দেবী (চট্টোপাধ্যায়), প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী।(জ.-০৩/০৬/১৯১৯)
২০০৭ - লেস জ্যাকসন, (জ. ১৯২১)
২০০৭ - আর্থার মিল্টন, ইংলিশ ফুটবলার এবং ক্রিকেটার।(জ. ১৯২৮)
২০১২ - লুই লি ব্রকিয়, আইরিশ চিত্রকর।
২০১৪ - টিটো ভিলানোভা, স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।(জ. ১৯৬৮)
আরও পড়ুন : নতুন ব্যবসায় শাহরুখপুত্র
দিবস :
বিশ্ব ম্যালেরিয়া দিবস।
সান নিউজ/এনজে