সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।
সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ বুধবার (২৫ জানুয়ারি) ১১ মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ। ২ রজব ১৪৪৪ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫তম দিন। বছর শেষ হতে আরো ৩৪০ (অধিবর্ষে ৩৪১) দিন বাকি রয়েছে।
একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি
ঘটনাবলি :
১৮৩১ পোল্যান্ডের স্বাধীনা ঘোষণা করা হয়।
১৮৭১ জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন।
১৮৯০ নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন।
১৮৯৯ প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয়।
১৯১৮ ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে বলশেভিক রাশিয়া থেকে আলাদা হয়।
১৯১৯ লিগ অব ন্যাশনস্-এর প্রতিষ্ঠা হয়।
১৯৪২ থাইল্যান্ড জাপান একজোট হয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৮ সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন।
১৯৫০ ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়।
১৯৫৫ সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধ করে।
আরও পড়ুন: জিয়া বাকশালের সদস্য হয়েছিলেন
১৯৭৯ চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের মৃত্যু ঘটে।
জন্মদিন :
৭৫০ বাইজেন্টাইন সম্রাট চতুর্থ লিও খাজার।
১৭৩৬ ইতালীয় ফরাসি গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোসেফ-লুইস লাগ্রাঙ্গে।
১৭৫৯ স্কটিশ কবি ও গীতিকার রবার্ট বার্নস।
১৮২৪ মাইকেল মধুসূদন দত্ত বাঙালি কবি ও নাট্যকার।ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত ২৫ জানুয়ারি ১৮২৪ সালে যশোরের সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেন। তাকে বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নব্যরীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়।ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিষ্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজ মাতৃভাষার প্রতি মনোযোগ দেন। এ পর্বে তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্যরচনা করেন। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য।মধুসূদনের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। ২৯ জুন ১৮৭৩ সালে মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় এই মহাকবির মৃত্যু হয়।
১৯৪৭ টোস্টাও, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
আরও পড়ুন: ১৫০টি আসনে ইভিএমে ভোট
১৯৮৪ রবিনিয়ো, ব্রাজিলীয় ফুটবলার।
মৃত্যুবার্ষিকী :
১৯০৮ ইংরেজ লেখক অউইডা।
১৯৫৪ মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
১৯৫৭ আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি।
১৯৭৯ অনন্ত সিং, চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম নায়ক এবং রাজনীতিবিদ।
১৯৮২ রাশিয়ান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ মিখাইল সুসলভ।
১৯৯০ আমেরিকান অভিনেত্রী আভা গার্ডনের।
২০০৪ হাঙ্গেরিয়ান ফুটবলার মিক্লস ফেহের।
২০০৫ আমেরিকান স্থপতি ফিলিপ জনসন।
আরও পড়ুন: রমজান মাসে ডিসিরা সতর্ক থাকবে
২০২১ বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক (অব.)।
সান নিউজ/জেএইচ/এসআই