সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।
সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ২০ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আরও পড়ুন: শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৩ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঘটনাবলি:
১৫২১ - পোপ দশম লিও এক ডিক্রি বলে বিখ্যাত খৃষ্ট ধর্মবিদ মার্টিন লুথারকে ক্যাথলিক চার্চ থেকে বহিস্কার করেন।
১৪৩১ - জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।
১৪৯৬ - লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
১৭৫৭ - ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজ উদ দৌলা।
১৭৮২ - বাংলাদেশের সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।
১৮৭০ - ব্রুকলিন সেতু তৈরির কাজ শুরু হয়।
১৮৮০ - বোম্বাইয়ে ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়।
১৯২৪ - বৃটিশ প্রত্মবিদ হাওয়ার্ড কার্টার এবং তার সহকর্মীরা লুক্সরের কাছে তুতাংখামেনের পাথরে নির্মিত শবাধার আবিষ্কার করেন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু , কমেছে শনাক্ত
১৯৫২ - ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৬ - আগুনে আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়।
১৯৫৮ - স্যার এডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
১৯৬১ - যুক্তরাষ্ট্র কিউবার সাথে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করে।
১৯৬৮ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে তৎকালীন পাকিস্তান সরকারের আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের।
১৯৮২ - বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন।
১৯৯০ - মার্কিন সৈন্যদের কাছে পানামার প্রেসিডেন্ট জেনারেল নরিয়েগা আত্মসমর্পণ করে।
১৯৯৮ - কেনিয়ায় ড্যানিয়েল আরোপ পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
জন্মদিন:
১৭৩২ - দানবীর হাজী মুহম্মদ মহসীন জন্মগ্রহন করেন।
১৮৬৮ - নোবেল জয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডসের জন্ম।
১৮৭০ - অস্ট্রেলীয় ঔপন্যাসিক হেনরি হ্যান্ডেল রিচার্ডসন জন্মগ্রহন করেন।
আরও পড়ুন: সিলিন্ডার প্রতি দাম কমল ৬৫ টাকা
১৮৮৮ - নাট্যকার ও চিকিৎসক জেমস ব্রিডি জন্মগ্রহন করেন।
১৯১৮ - সাংবাদিক খন্দকার আব্দুল হামিদের জন্মগ্রহন করেন।
১৯৫৬ - অস্ট্রেলীয় অভিনেতা মেল গিবসন জন্মগ্রহন করেন।
মৃত্যুবার্ষিকী :
১৮৯১ - ফ্রান্সের রাজা পঞ্চম ফিলিপের মৃত্যু হয়।
১৯৮৩ - কাজী কাদের নেওয়াজ (১৫ জানুয়ারি, ১৯০৯ - ৩ জানুয়ারি, ১৯৮৩) একজন বিশিষ্ট কবি। প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তার কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত। তিনি শিশুতোষ সাহিত্যেও খ্যাতিমান ছিলেন। 'মরাল' তার বহুল সমাদৃত কাব্যগ্রন্থ এবং 'দাদুর বৈঠক' তার একখানি সুপরিচিত শিশুরঞ্জক গদ্যরচনা। 'নীল কুমুদী' তার আরেকটি কাব্যগ্রন্থ এবং 'দুটি তীরে' একটি উপন্যাস। কাদের নেওয়াজ মুর্শিদাবাদ জেলার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে। তিনি কর্মজীবনে মূলত ছিলেন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক। তিনি স্থানীয় মাখরুন উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ১৯২৩ সালে এন্ট্রান্স এবং বহরমপুর কলেজ থেকে ১৯২৯ সালে ইংরেজিতে অনার্স পাস করেন। ১৯৪৭ সালের দেশ বিভাগের পর পশ্চিমবঙ্গ ত্যাগ করে ঢাকায় আসেন এবং নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার কর্মে যোগ দেন। ১৯৫১ সালে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হন এবং ১৯৬৬-তে এই পদ থেকে অবসর গ্রহণ করেন। অতপর মাগুরা জেলার মুজদিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি ১৯৬৩ সালে বাংলা একাডেমী পুরস্কার এবং প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন।
১৫০১ - উজবেক কবি ও বুদ্ধিজীবি নাজিমুদ্দিন মীর আলিশের নভোইয়ের মৃত্যু হয়।
আরও পড়ুন: সিলিন্ডার প্রতি দাম কমল ৬৫ টাকা
১৮৭৫ - ফরাসি সম্পাদক ও কোষগ্রন রচয়িতা পিয়ের আতোনাজ লারুসের মৃত্যু হয়।
সান নিউজ/এসআই