সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।
সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ রোববার (১ জানুয়ারি) ১৮ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আরও পড়ুন: বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঘটনাবলি:
১৪৩৮ - হ্যাবসবার্গ বংশের দ্বিতীয় আলবার্ট হাঙ্গেরীর রাজা হিসাবে অধিষ্টিত হন।
১৬০০- স্কটল্যান্ড এ জুলিয়ান পঞ্জিকার প্রচলন হয়।
১৬৫১ - ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ড এর রাজা হিসাবে অভিষিক্ত হন।
১৬৭৩ - নিউইয়র্ক ও বস্টন শহরের মধ্যে নিয়মিত ডাক যোগাযোগ শুরু হয়।
১৭৮৯ - কলকাতা-লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
১৮০৯ - কলকাতার "ব্যাংক অফ ক্যালকাটা"র নাম পরিবর্তন করে "বেঙ্গল ব্যাঙ্ক" রাখা হয়।
১৮১৮ - লন্ডন মিশনারি সোসাইটির ধর্মযাজক রবার্ট মে চোদ্দোজন ছাত্রীকে নিয়ে চুঁচুড়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
১৮৬৯ - জলপাইগুড়ি জেলা গঠিত হয়।
১৮৭১ - মনমোহন ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক ইন্ডিয়ান মিরর পত্রিকাটি দৈনিক পত্রিকারূপে আত্মপ্রকাশ করে। এটিই ছিল প্রথম ভারতীয় কর্তৃক সম্পাদিত দৈনিক পত্রিকা।
১৯১৫ - ব্রিটিশ সরকার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে "নাইট" উপাধিতে ভূষিত করে।
১৯১৫ - ব্রিটিশ সরকার লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহকে (লর্ড সিনহা) "নাইট" উপাধিতে ভূষিত করে।
১৯২৩ - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক ফরওয়ার্ড প্রকাশ করেন।
১৯৪৬ - কোচবিহার পুরসভা গঠিত হয়।
১৯৫০ - দেশীয় রাজ্য কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় রূপান্তরিত হয়।
আরও পড়ুন: ২০২৩ সাল হবে খুব কঠিন
জন্মদিন:
৭৬৬ - আলি আর-রিডা, শিয়া ইমাম (মৃত্যু ৮১৮)।
১৮৯০ - প্রেমাঙ্কুর আতর্থী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক। (মৃত্যু ১৯৬৪)
১৮৯৪ - সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস), ভারতীয় বাঙালি পদার্থবিদ। (মৃত্যু ১৯৭৪)
১৯০৩ - জসীম উদ্দীন, বাংলাদেশের একজন বিখ্যাত কবি।
১৯১৪ - অদ্বৈত মল্লবর্মণ, ভারতীয় বাঙালি সাহিত্যিক। (মৃত্যু ১৯৫১)
১৯৪৪ - আবদুল হামিদ বাংলাদেশী রাজনীতিবিদ। ১৯৪৪ সালের ১ জানুয়ারি তারিখে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি (ব্যক্তি হিসেবে ১৭তম)। দ্বিতীয় মেয়াদে তিনি ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ৭ ফেব্রুয়ারি ২০১৮ সালে। সপ্তম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে ১৪ জুলাই, ১৯৯৬ সাল থেকে ১০ জুলাই, ২০০১ সাল পর্যন্ত এবং ১২ জুলাই, ২০০১ সাল থেকে ৮ অক্টোবর ২০০১ সাল পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদের স্পিকার হিসাবে ২৫ জানুয়ারি, ২০০৯ সাল থেকে ২৪ এপ্রিল, ২০১৩ সাল পর্যন্তও দায়িত্ব পালন করেন। এছাড়াও আবদুল হামিদ আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক। ১৯৬১ সালে আইয়ুববিরোধী আন্দোলন ও ১৯৬২ সালে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য পেয়েছেন ‘স্বাধীনতা পুরস্কার’।
১৯৪৬ - রিভেলিনো, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
১৯১১ - মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক।
মৃত্যুবার্ষিকী :
৮৭৪ - হাসান আল-আসকারী
১৭৪৮ - ইয়োহান বার্নুয়ি, সুইজারল্যান্ডীয় গণিতবিদ।
১৮৯৪ - হেনরিখ হার্টজ, জার্মান পদার্থবিজ্ঞানী।
১৯২১ - সুরেশচন্দ্র সমাজপতি, বাঙালি সাহিত্য সমালোচক। (জন্ম ১৮৭০)
আরও পড়ুন: ফানুস পড়ায় ২ ঘণ্টা বন্ধ ফের মেট্রোরেল চলাচল শুরু
২০০৮ - প্রতাপচন্দ্র চন্দ্র, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। (জন্ম ১৯১৯)
দিবস:
নববর্ষ (গ্রেগরিয়ান বর্ষপঞ্জী)
সান নিউজ/এসআই