সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।
সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর ) ৮ অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ। ২৬ রবিউস সানি, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আরও পড়ুন: জাভায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৬২
ঘটনাবলি:
১২২১ - দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হন।
১৮৫৬ - বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
১৯২২ - ব্রিটিশ লেবার পার্টি রামসে ম্যাকডোনাল্ডকে নেতা নির্বাচন করে।
আরও পড়ুন: চীনে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৬
১৯২৪ - ইংল্যান্ড মিসরীয়দের সুদান থেকে বেরিয়ে যেতে বলে।
১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে।
১৯৯০ - ব্রিটেনের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটা বিপ্লব এনেছিল ১৯৭৯-এর সাধারণ নির্বাচন। ৪ মে ১৯৭৯-এর ঐ নির্বাচনের মধ্যে দিয়ে পশ্চিম ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন মার্গারেট থ্যাচার। ।থ্যাচার নীতির কারণে যারা কোণঠাসা হয়ে পড়েছিলেন, আশির দশকে তারা থ্যাচারের পতনে সোচ্চার হয়ে ওঠেন। এ সময় আবাসিক এলাকার রক্ষণাবেক্ষণের জন্য পোল-ট্যাক্স নামে তিনি নতুন এক করব্যবস্থা চালু করলে লন্ডনের রাস্তায় রাস্তায় সহিংস বিক্ষোভ শুরু হয়ে যায়।ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে চড়াও হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সরকারের ভেতর কিছুটা একঘরে হয়ে পড়েন মার্গারেট থ্যাচার। একমাত্র তার দপ্তরে যারা কাজ করতেন তারাই তখন ছিলেন তার সমর্থক।মার্গারেট থ্যাচার রানির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসে যখন ডাউনিং স্ট্রিটে তার বাসভবন ছেড়ে বেরিয়ে আসেন তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। কারণ থ্যাচার পুরো বিষয়টিকে চরম একটি অপমান হিসাবে নিয়েছিলেন।
১৯৯০ - বাংলাদেশে জরুরী অবস্থা জারি করা হয়।
জন্মদিন :
১৬০২ - স্পেনের রানি এলিজাবেথের জন্ম।
১৭৮৭ - ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত রাস্মুস রাস্ক জন্মগ্রহণ করেন ।
১৮৮৬ - প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, এবং দেশপ্রেমিক বেণী মাধব দাস জন্মগ্রহণ করেন ।
১৮৯০ - ফরাসী রাষ্ট্রনায়ক শার্ল দ্য গ্যলের জন্ম।
আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে ফ্রান্স
১৯০৪ - নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ লুই নিলের জন্ম।
মৃত্যুবার্ষিকী :
১৩১৮ - রাশিয়ার রাজকুমার মিখাইলের মৃত্যু।
১৯১৬ - মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডনের মৃত্যু।
১৯৪৪- বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটনের মৃত্যু।
আরও পড়ুন: মঙ্গলবার কখন কোথায় লোডশেডিং
১৯৮৭ - সুরকার ও সঙ্গীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যু।
সান নিউজ/এসআই