সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।
সান নিউজ তার পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ৩১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ। ১৮ সফর, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু
ঘটনাবলী
১৯৩১ - লিবিয়ায় ইতালীর উপনিবেশ বিরোধী স্বাধীনতাকামী নেতা ওমর মুখতারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।
১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রথম মাসে জার্মানীর সেনারা পোল্যান্ডের রাজধানী ওয়ারশো অবরুদ্ধ করে ফেলে।
১৯৪০ - মার্কিন যুক্তরাষ্ট্র ২১ থেকে ৩৫ বছর বয়স্ক পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়।
১৯৫৫ - আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু হয়।
১৯৭৫ - পাপুয়া নিউ গিনি স্বাধীনতা লাভ করে।
১৯৭৮ - রিখটার স্কেলে ৭.৫-৯ মাত্রার ভূমিকম্পে ইরানের তারা শহরে প্রায় ২৫ হাজার লোকের মৃত্যু হয়।
১৯৮৭ - বিশ্বের ২৭টি দেশ ভূ-পৃষ্ঠের বায়ু মন্ডলকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয়।
জন্মদিন :
১৮৯৩ - গিরিজাপতি ভট্টাচার্য, বিজ্ঞান গবেষক ও সাহিত্যিক।
১৯১৩ - দীনেশ দাস , বিশ শতকের ভারতের বাঙালি কবি।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার
১৯৫২ - মিকি রুর্ক, আমেরিকান বক্সার এবং অভিনেতা।
১৯৫৬ - ডেভিড কপারফিল্ড (জাদুকর), আমেরিকান যাদুকর এবং অভিনেতা।
১৯৫৯ - ডেভিড জন রিচার্ডসন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার, ম্যানেজার ও আইনজীবী।
১৯৬৬ - অশঙ্কা প্রদীপ গুরুসিনহা, শ্রীলংকান ক্রিকেটার।
১৯৮৪ - সেরগিনহ কাটারিনেন্সে, ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়।
১৯৮৪ - কেটি মেলুয়া, জর্জিয়ান বংশোদ্ভূত ইংরেজ গায়ক, গীতিকার ও গিটার।
১৯৯২ -আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারবাদক নিক জোনাস। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডেলাস শহরে জন্ম। মাত্র সাত বছর বয়স থেকেই নাট্যমঞ্চে অভিনয় করা শুরু করেন, এবং ২০০২ সালে তিনি তার আত্বপ্রকাশকারী একক অ্যালবাম প্রকাশ করেন। ২০০৯ থেকে ২০১০ পযন্ত জোনাস এবং তার ভাইয়েরা ডিজনি চ্যানেল-এর ধারাবাহিক জোনাস-এ অভিনয় করেন। তিনি কাজ করেছেন ওয়ার্ল্ড ডিজনি, কলাম্বিয়া, হলিউড, আইল্যান্ড, সেইফহাউজ, রিপাব্লিকসহ বিভিন্ন সংস্থার সঙ্গে। ২০১৮ সালে ভারতীয় হিন্দি চলচ্চিত্রের একজন চলচ্চিত্র অভিনেত্রী,সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেন।
মৃত্যুবার্ষিকী :
১৯২৫ - আলেক্সান্দ্র্ আলেক্সান্দ্রোভিচ ফ্রিদমান, রাশিয়ান পদার্থবিদ ও গণিতবিদ।
১৯৩২ - রোনাল্ড রস, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ চিকিৎসক।
১৯৪২ - খ্যাতিমান আইনজীবী, চিন্তাশীল লেখক এবং বিশিষ্ট পণ্ডিত হীরেন্দ্রনাথ দত্ত।
১৯৪৪ - গুস্টাভ বাউয়ের, জার্মান সাংবাদিক, রাজনীতিবিদ ও ১১তম চ্যান্সেলর।
১৯৭৩ - ভিক্টর হারা, চিলির গায়ক, গীতিকার, কবি ও পরিচালক।
২০০৭ - রবার্ট জর্ডান, আমেরিকান প্রকৌশলী ও ‘হুইল অব টাইম’ সিরিজ বইয়ের লেখক।
আরও পড়ুন: কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু
২০০৯ - টিমোথি বেটসন, ইংরেজ অভিনেতা।
দিবস
বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস
সান নিউজ/এসআই