সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।
আরও পড়ুন : বিএনপি জোটে নেই জামায়াত
সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করা হয়েছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’। আজ রোববার (২৮ আগস্ট ) ১৩ ভাদ্র , ১৪২৯ বঙ্গাব্দ। ২৯ মহররম, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলী
১১৮৯ - তৃতীয় ক্রুসেড শুরু হয়।
১৫১১ - পর্তুগিজরা মালাক্কা দখল করে।
১৬১৯ - দ্বিতীয় ফার্দিনান্দ রোমান সম্রাট হিসেবে নির্বাচিত হন।
১৮৪৫ - সায়েন্টিফিক আমেরিকানের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৮৫০ - হনুলু শহরের মর্যাদা পায়।
১৮৮৩ - ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র দাসপ্রথা বাতিল ঘোষিত হয়।
১৯১৬ - জার্মানি রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯১৯ - জেনারেল জন স্মাটস দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হন।
১৯৭১ - মুক্তিফৌজ ও মুক্তিযোদ্ধাদের একীভূত করে মুক্তিবাহিনী নামকরণের সিদ্ধান্ত।
জন্মদিন:
১০২৫ - জাপান সম্রাট গো-রেইজেইয়ে।
১৫৯২ - বাকিংহামের প্রথম ডিউক জর্জ ভিলিয়ার্স।
১৮৫৫ - স্বর্ণকুমারী দেবী, বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতকার ও সমাজ সংস্কারক।
১৯০৮ - আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য, রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট বাঙালি আয়ুর্বেদ বিশেষজ্ঞ।
১৯০৯ - বীরেন রায় (২৮ আগস্ট ১৯০৯ – ২২ জানুয়ারি ১৯৯৬) ছিলেন ভারতীয় বাঙালি বৈমানিক তথা বিমান চালক ও লেখক।
১৯১৩ - লিন্ডসে হ্যাসেট, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড় ও ধারাভাষ্যকার।
আরও পড়ুন : আসছে বিদ্যুৎ নেপাল ও ভারতের সাথে চুক্তিতে ঢাকা
১৯২০ - মানকুমার বসু ঠাকুর ভারতের স্বাধীনতা আন্দোলনে নৌবিদ্রোহের শহীদ।
১৯২৮ - শেখ রাজ্জাক আলী, বাংলাদেশি রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার।
১৯৮৯ - সেসার আজপিলিকুয়েতা, স্পেনীয় ফুটবল খেলোয়াড়।
মৃত্যুবার্ষিকী:
৬৫৬ - হযরত সালমান ফারসী (র:)।
১৩৪১ - আর্মেনিয়ার রাজা পঞ্চম লিও।
১৪৮১ - পর্তুগালের পঞ্চম আফোনসো।
১৬৪৫ - হুগো গ্রোশিয়াস, ওলন্দাজ প্রজাতন্ত্রের একজন আইনজ্ঞ।
১৯৭৮ - রবার্ট শ, ইংরেজ অভিনেতা, ঔপন্যাসিক ও নাট্যকার।
১৯৮০ - শিবরাম চক্রবর্তী প্রখ্যাত ভারতীয় বাঙালি রম্যলেখক।
১৯৮৭ - জন হিউস্টন, আইরিশ-মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা।
আরও পড়ুন : ডেপুটি স্পিকার হচ্ছেন টুকু
১৯৯০ - সুমিত্রা দেবী ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের শিউড়িতে ১৯২৩ সালের ২২শে জুলাই তারিখে এক ধনী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কৈশোর বয়সে তিনি প্রবীণ অভিনেত্রী কানন দেবীর সৌন্দর্যে এবং খ্যাতিতে অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং অভিনেত্রী হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন।
২০১৬ - শহীদ কাদরী, বাংলাদেশী কবি ও লেখক।
সান নিউজ/এসআই