সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট ) ১ ভাদ্র , ১৪২৯ বঙ্গাব্দ। ১৭ মহররম , ১৪৪৪ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্ট জনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
আরও পড়ুন: মিত্রদের অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া
ঘটনাবলি
১৬৮৭ - জব চার্নকের সঙ্গে মোগল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হলে ইংরেজরা সূতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে।
১৮২৫ - বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা।
১৮৩৪ - চার্লস ডারউইন চিলির কাম্পানা পর্বতে ওঠেন।
১৮৫৮ - ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ পাঠান।
১৮৬৭ - কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।
১৯০৪ - নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়।
২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার ও নারীদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়।
জন্ম বার্ষিকী
১৩৭৮ - চীনের সম্রাট হংজি।
১৮৪৫ - নোবেলজয়ী পদার্থবিদ গাব্রিয়েল লিপমান।
১৮৯২- মার্কিন কার্টুনিস্ট অটো মেসমার।
১৯৬২- বাংলাদেশি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্ম তার। ১৯৭৩ সালে তার বাবা তাকে তার ১১তম জন্মদিনে একটি গিটার উপহার দেন। তার কৈশর জীবনের শুরুর দিকে সে বিভিন্ন ব্রিটিশ এবং আমেরিকান রক ব্যান্ডের গান শোনা শুরু করেন। জিমি হেনড্রিক্সের গিটার বাজানো দেখে মুগ্ধ হয়েছিলেন। বন্ধুর থেকে ধার নিয়ে ইলেকট্রিক গিটার বাজাতেন। তার এত আগ্রহ দেখে তার বন্ধু তাকে সেই গিটার উপহার হিসেবে দিয়েছিলেন। ১৯৭৯ সালে একটি ব্যান্ডদল গড়ে তোলেন। এর নাম ছিল ‘গোল্ডেন বয়েজ’। পরে নাম বদলে করা হয় ‘আগলি বয়েজ’। সেই ব্যান্ডের গায়ক ছিল কুমার বিশ্বজিৎ এবং বাচ্চু ছিল গিটারিস্ট। সেই সময়ে তারা মূলত পটিয়ায় বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে গান গাইতো এবং শহরের বিভিন্ন ক্লাবে গান করতো। ১৯৮০ সালে বাচ্চু ও বিশ্বজিৎ যখন সোলসে যোগদান করে তখন ব্যান্ডটি ভেঙে যায়। বাংলাদেশে একজন অন্যতম সেরা গিটারবাদরক এবং অন্যতম প্রভাবশালী গিটারবাদক। ‘এল আর বি’র সঙ্গে সে ছয়টি মেরিল প্রথম আলো পুরস্কার এবং একটি সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন। ২০০৪ সালে বাচসাস পুরস্কার জিতেছিলেন সেরা পুরুষ ভোকাল বিভাগে। ২০১৭ সালে সে টেলে সিনে আজীবন সম্মাননা পুরস্কার জিতেছিলেন। ফুসফুসে পানি জমায় অসুস্থ ছিলেন ছয় বছর। ২০১৮ সালের অক্টোবর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় তার নিজ বাসভবনে মারা যান। মৃত্যুর দুইদিন আগে তিনি রংপুরে তার শেষ কনসার্ট করেন।
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে না পেরে’ পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ
১৯০৪ - নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ ওয়েনডেল মেরিডিথ স্ট্যানল।
মৃত্যু বার্ষিকী
১৮৮৬ - রামকৃষ্ণ পরম সংসদেব (গদাধর চট্টোপাধ্যায়)।
১৯৪৮ - বেব রুথ, মার্কিন বেসবল খেলোয়াড়।
১৯৭৭ - এলভিস প্রেসলি, কিংবদন্তীতুল্য মার্কিন রক সঙ্গীত শিল্পী।
১৯৯৭ - নুসরাত ফতেহ আলি খান, পাকিস্তানের কিংবদন্তীতুল্য কাওয়ালি সঙ্গীত শিল্পী।
২০০৩ - ইদি আমিন, উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক।
সান নিউজ/এসআই