সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ২৬ ট্রলারে ডাকাতি
আজ শনিবার (৩০ জুলাই) ১৫ শ্রাবণ , ১৪২৯ বঙ্গাব্দ। ৩০ জিলহজ, ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
ঘটনাবলি
৭৬২ - আব্বাসীয় খলিফা আল-মনসুর কর্তৃক বাগদাদ শহরের প্রতিষ্ঠা।
১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার ৪র্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।
১৬০২ - মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও উপনিবেশিক তৎপরতা শুরু হয়।
১৬২৯ - ইতালির নেপলস শহরে ভূমিকম্পে ১০ হাজার লোকের প্রাণহানি।
১৬৫৬ - পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।
১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ১৬ কোটি ডলার দিল বিশ্বব্যাংক
১৯৮০ - পূর্ব অষ্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াটো স্বাধীনতা লাভ করে।
১৯৯৮ - জাপানে কাইজো ওবুচি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
জন্ম বার্ষিকী
১৮৫৫ - জার্মান শিল্পপতি সিমেন্স কম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ভিলহেম ফন সিমেন্স।
১৮৬৩ - হেনরি ফোর্ড-এর জন্ম।
১৯৬৪ - ইয়ুর্গেন ক্লিন্সমান, প্রখ্যাত জার্মান ফুটবলার।
১৮৭৪ - বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।
১৮৯৮ - বিশ্বখ্যাত ইংরেজ ভাস্কর হেনরি মুরের জন্ম।
১৯৫৫ - ফরিদা আক্তার ববিতা বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ৭০-র দশকের সেরা অভিনেত্রী ছিলেন। তিনি ১৯৭৩ সালে ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বীয়ার জয়ী সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা ৩৫০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন।
১৯৯৬ - সাবরিনা পড়শী, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।
মৃত্যু বার্ষিকী
১৭৭১ - ইংরেজ কবি টমাস গ্রে।
১৯৮০ - বাঙালি চারুশিল্পী গোপাল ঘোষ।
১৯৮৭ - বিভূতিভূষণ মুখোপাধ্যায়, একজন ভারতীয় বাঙালী ঔপন্যাসিক ও ছোট গল্পকার।
১৮৯৮ - জার্মান রাষ্ট্রনায়ক অটোফন বিসমার্কের মৃত্যু।
আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু
২০০৭ - ইংমার বার্গম্যান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।
দিবস:
ভানুয়াটো প্রজাতন্ত্রের স্বাধীনতা দিবস।
সান নিউজ/এসআই