সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৩ লাখ
আজ সোমবার (৯ মে ) ২০২২, ২৬ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
ঘটনাবলী:
১৫০২- ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযাত্রা শুরু করেন।
১৫০৯- নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাসের কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ অভিযাত্রা শুরু।
১৫৭৩- ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত।
১৭৮৮- ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস।
১৮৭৪- বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু।
১৮৭৯- নারী সচেতনতা প্রসারকল্পে কেশবচন্দ্র সেন আর্য নারীসমাজ প্রতিষ্ঠা করেন।
১৯৩৬- ইতালি-ইথিওপিয়া একত্রীভুক্ত। রাজা তৃতীয় ভিক্টর এমানয়েল নিজেকে সম্রাট ঘোষণা করেন।
১৯৪৫- নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে বিশ্বে বিজয়োৎসব পালিত হয়।
১৯৫৫- ঠান্ডা বা স্নায়ুযুদ্ধের সময় পশ্চিম জার্মানির ন্যাটোয় যোগদান।
১৯৬০- বিশ্ব খাদ্য ও ড্রাগ প্রশাসন ঘোষণা করে–জন্মনিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে।
১৯৬৬- চীন তৃতীয়বারের মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৬৭- জাকির হোসেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৪- অক্সিজেন না নিয়েই এভারেস্ট জয় করেন ফু দোর।
১৯৯২- আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের ওপর হামলা চালায়।
১৯৯৪- নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৬- ১৫ বছর পর উগান্ডায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।
১৯৯৭- জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে লিবীয় নেতা গাদ্দাফির নাইজেরিয়া গমন।
২০০৪- চেচেন প্রেসিডেন্ট আখমাদ কাদিরভকে হত্যা করা হয় ভিআইপি স্টেজের নিচে মাইন পুঁতে রেখে। এ সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের সেনা কুচকাওয়াজ দেখছিলেন।
জন্মদিন:
১৪৫৪- আমেরিগো ভেসপুসি, ইতালীয় ব্যবসায়ী, অভিযাত্রী, নৌবিশারদ ও মানচিত্র নির্মাতা।
১৫৪০- মেওয়ারের শিশোদিয়া রাজবংশের হিন্দু রাজপুত রাজা মহারাণা প্রতাপ সিং।
১৮০০- আমেরিকার দাস বিদ্রোহের নেতা জন ব্রাউন।
১৮৬৬- ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক গোপালকৃষ্ণ গোখলে।
১৮৯৫- রিচার্ড বার্থেলমেস, মার্কিন অভিনেতা।
১৯০৭- জ্যাকি গ্র্যান্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ও ধর্মপ্রচারক।
১৯০৯- জ্ঞানপ্রকাশ ঘোষ হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের (ফারুকাবাদ ঘরানার) সংগীতশিল্পী।
১৯৩২- কনরাড হান্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৩৬- গ্লেন্ডা জ্যাকসন, ইংরেজ অভিনেত্রী ও রাজনীতিবিদ।
১৯৪৩- মরিস ফস্টার, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৫১- কেভিন কিগান, ইংরেজ ফুটবলার ও ম্যানেজার।
১৯৫৯- অ্যান্ড্রু জোন্স, নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার।
১৯৮৬- জেনি গান, ইংরেজ আন্তর্জাতিক প্রমীলা ক্রিকেটার।
আরও পড়ুন: ‘অশনি’র প্রভাবে বাড়বে বৃষ্টি
মৃত্যুবার্ষিকী:
১৮০৫- জার্মান লেখক, কবি, নাট্যকার ইহুয়ান ফেডারিক শিলার।
১৯০৩- পল গোগাঁ, প্রখ্যাত ফরাসি চিত্রকর।
১৯৩১- আলবার্ট আব্রাহাম মাইকেলসন, মার্কিন পদার্থবিদ।
১৯৭১- পূর্ণেন্দু দস্তিদার, লেখক ও রাজনীতিবিদ।
১৯৮৫- এডমন্ড ওব্রায়েন, মার্কিন অভিনেতা।
১৯৮৬- তেনজিং নোরগে নেপালি শেরপা পর্বতারোহী ও এডমন্ড হিলারির সঙ্গে প্রথম এভারেস্ট শৃঙ্গজয়ী।
১৯৯৮- তালাত মাহমুদ, ভারতীয় গজল গায়ক।
২০০৯- ড. এম এ ওয়াজেদ মিয়া (১৬ ফেব্রুয়ারি ১৯৪২ - ৯ মে ২০০৯) বাংলাদেশের একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ছিলেন। পদার্থ বিজ্ঞান ও বহুল পঠিত বিভিন্ন রাজনৈতিক লেখক। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান।
তার ডাক নাম সুধা মিয়া। তিনি ১৬ ফেব্রুয়ারি, ১৯৪২ খ্রিষ্টাব্দ রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল কাদের মিয়া এবং মাতা ময়েজুন্নেসা। তিন বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি সর্ব কনিষ্ঠ। তিনি চককরিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। মানসম্মত লেখাপড়ার জন্য তাকে রংপুর জিলা স্কুলে ভর্তি করানো হয়। সেখান থেকেই তিনি ডিসটিনকশনসহ প্রথম বিভাগে মেট্রিকুলেশন পাশ করেন।
সাননিউজ/এমআরএস