সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
আরও পড়ুন: তরমুজ বিক্রি নিয়ে ক্ষুব্ধ ওমর সানী
আজ শুক্রবার (৮ এপ্রিল ২০২২) ২৫ চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ। ৬ রমজান ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
ঘটনাবলী
১৯৫৯- পৃথিবী থেকে পাঠানো রাডার সিগন্যাল সূর্যের সঙ্গে ধাক্কা খেয়ে ফিরে আসে।
১৯৭১- ভারতের ত্রিপুরায় বাংলাদেশি শরণার্থীদের জন্য ৯টি শরণার্থী শিবির খোলা হয়।
১৯৭২- বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম স্থল, নৌ ও বিমান বাহিনী গঠন করা হয়।
১৯৮০- প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ বাকের সাদর এবং তার বোন বিনতুল হুদা ইরাকের বাথ সরকারের হাতে শহীদ হন।
জন্মবার্ষিকী
১৮৯২- ভারতীয় বাঙালি ইতিহাসবিদ হেম চন্দ্র রায় চৌধুরী।
১৮৯২- কানাডীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ম্যারি পিকফোর্ড।
১৯১১- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ মেলভিন কেলভিন।
১৯৩৮- কফি আততা আনান জন্ম এপ্রিল ৮, ১৯৩৮-মৃত্যু আগস্ট ১৮, ২০১৮) ঘানার একজন কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব। খ্রিস্টান ধর্মালম্বী হিসেবে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় জনগোষ্ঠীর মুখপাত্র হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। আনান এবং জাতিসংঘ যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার (২০০১) লাভ করেন।
মৃত্যুবার্ষিকী
১৮৩৫- জার্মান ভাষাবিজ্ঞানী ভিলহেল্ম ফন হুম্বোল্ট।
১৮৯৪- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮–৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন।
১৯৫০- বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী হেমচন্দ্র কানুনগো।
১৯৭৩- স্পেনীয় চিত্রশিল্পী ও ভাস্কর পাবলো পিকাসো।
১৯৮১- বাঙালি পতঙ্গবিশারদ ও উদ্ভিদবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য।
সান নিউজ/এমকেএইচ