সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।
সান নিউজ তার পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ ১২ নভেম্বর ২০২১, শুক্রবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৮৩৭- দেশীয় ও ইউরোপীয় ভূ-স্বামীদের স্বার্থরক্ষার্থে ভারতে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।
১৯১৩- রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।
১৯৩০- ভারতে ব্রিটিশবিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়।
১৯৫৬- মরোক্কো, তিউনিসিয়া ও সুদান জাতিসংঘে যোগদান করে।
১৯৭০- বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে দশ থেকে পনের লাখ লোক প্রাণ হারান।
জন্ম:
১৮৯৬- ভারতীয় পক্ষীবিদ ও প্রকৃতিপ্রেমী সালিম আলী।
১৯২৭- রবীন্দ্র সংগীতে একাডেমি পুরস্কার বিজয়ী দ্বিজেন মুখোপাধ্যায়।
১৯৩৮- বাঙালি কবি বেলাল চৌধুরী।
১৯৮৬- ইতালিয়ান ফুটবলার ইগনাজেও আবাটে।
মৃত্যু:
১৯২৯- কাশিমবাজারের মহারাজা স্যার মণীন্দ্র চন্দ্র নন্দী।
১৯৪৬- ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মদনমোহন মালব্য।
১৯৬৯- বাঙালি শিক্ষাবিদ এবং লেখক অজিতকুমার গুহ।
১৯৮১- মার্কিন অভিনেতা উইলিয়াম হোল্ডেন।
২০১৯- ভারতের বিজ্ঞাপন জগতের এক কিংবদন্তি রাম রে।
দিবস:
বিশ্ব নিউমোনিয়া দিবস।
সান নিউজ/এফএইচপি