মোস্তফা শোদ: ১৯৪৩ সালের ২১ অক্টোবর, নেতাজী সুভাস চন্দ্র বোস বৃটিশ মুক্ত "স্বাধীন ভারত সরকার" গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সিংগাপুরের 'ক্যাথে' প্রেক্ষাগৃহে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। এই সরকারের প্রধান ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস।
প্রধানমন্ত্রীর দপ্তর ছাড়াও বিদেশ মন্ত্রক এবং যুদ্ধ বিষয়ক মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। জানা যায়, এ সি চট্টোপাধ্যায়, লক্ষ্মী সায়গল, এস এম আইয়ার সহ আরও সাতজন ছিলেন 'স্বাধীন ভারত সরকার'র এই মন্ত্রী সভায়। রাসবিহারী বোস ছিলেন এই সরকারের প্রধান উপদেষ্টা। নিজেদের ডাকটিকিট, টাকাও চালু করেছিলো এই সরকার।
ছিলো একটি জাতীয় সংগীত এবং পতাকা। এই সরকারের সেনাবাহিনী ছিলো আযাদ হিন্দ ফৌজ। সে সময়, বিভিন্ন দৈনিকে এই সংবাদ ছাপাও হয়েছিলো। ২১.১০.১৯৪৩. তারিখে একটি বৃটিশ দৈনিকের শিরোনাম ছিলো "Government of Free India is formally declared by Subhas Chandra Bose". তবে, এই সরকারের স্থায়িত্ব ছিলো মাত্র এক বছর ১০ দিন। নেতাজি সুভাষ চন্দ্র বোস নিখোঁজ হবার পর এই সরকার বিলুপ্ত হয়ে যায়।
নিচের ছবিতে সেই 'স্বাধীণ ভারত সরকার'র সদস্যদেরসহ নেতাজী সুভাস চন্দ্র বোস। অপার শ্রদ্ধা এই স্বাধীনতাকামী মহান মানুষদের প্রতি। তথ্যসুত্র: তক্ষশীলা
সান নিউজ/এনকে