আহমেদ রাজু
সুলতানী, মুঘল ও ইংরেজ শাসিত ব্রিটিশ-ইন্ডিয়ার অভিজাত মুসলিম নারীদেরও পছন্দ ছিলো মসলিন। বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পি ফ্রানসিসকো রেনাল্ডির আঁকা চিত্রকর্মে- এর প্রমাণ মেলে।
রেনাল্ডি ভারতে আসেন ১৭৮৬ সালে। ১৭৯৬ সাল পর্যন্ত তিনি ভারতে ছিলেন। এই সময়ে তিনি পুরো ভারতবর্ষ ঘুরে ঘুরে অনেক ইংরেজ, অভিজাত মুসলিম ও হিন্দু পরিবারের ছবি আঁকেন।
১৭৮৯ সালে তিনি ঢাকার এক অভিজাত মুসলিম নারীর ছবি আঁকেন। তিনি ছবিটির নাম দেন, ‘মুসলিম লেডি রিকলিং’।
ছবিতে দেখা যায় কার্পেটের ওপর হেলান দিয়ে বসে আছেন এক অভিজাত মুসলিম নারী। পরনে ঝলমলে মসলিন শাড়ি। শরীর ও মাথার অর্ধেক ওড়নায় ঢাকা। ডানহাতে হুকার পাইপ। ছবিটি যে সময়ে আঁকা তখন এদেশের নারীদের মধ্যে ধুমপানের চলছিলো।
রেনাল্ডি ইংল্যান্ডে ফিরে যাওয়ার পর ১৭৯৮ সালে ‘দ্য রয়েল একাডেমিতে’ এক চিত্রপ্রদর্শনী করেন। সেই প্রদর্শনীতে তার এই চিত্রকর্মটি স্থান পেয়েছিলো!
সান নিউজ/-১০