আহমেদ রাজু
১৯৪৩ সালের অক্টোবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার জাহাজ নির্মাণ কোম্পানিগুলোতে পুরুষ শ্রমিকের সংকট দেখা দেয়। কারণ, তাদের বাধ্যতামূলক যুদ্ধে অংশ নিতে হয়েছিল। তাই দুই হাজার মেয়েকে নিয়োগ করা হয় জাহাজ নির্মাণ কাজে।
উইনি তাদেরই একজন। তখন উইনির বয়স ছিলো বিশ। তাকে নিয়োগ দেওয়া হয় ওয়েল্ডিংয়ের (ঝালাই) কাজে। অর্থাৎ, উইনিই বিশ্বের প্রথম নারী ওয়েল্ডার। কিছুদিন পর আরও অনেক নারীকে নিযুক্ত করা হয় এই কাজে।
সান নিউজ/এম-০৬