আহমেদ রাজু
সম্রাট নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী জোশেফিনের খুব প্রিয় ছিলো ঢাকাই মসলিন। ঢাকা থেকে তিনি মসলিন আনাতেন। এবং সেই মসলিন দিয়ে বানাতেন পরিধেয় বস্ত্র!
মসলিনের জমকালো পোশাক পরেই তিনি যেতেন রাজকীয় অনুষ্ঠানে।এমন কি তাঁর শোবারঘরের বিছানার চারপাশের চাঁদোয়াও বানিয়েছিলেন নকশাদার মসলিন দিয়ে।
তিনি শিল্পকলার খুব ভক্ত ছিলেন। বিশেষ করে ভাস্কর্য ও চিত্রশিল্পের প্রতি অনুরক্ত ছিলেন।
জোশেফিন ছিলেন সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের প্রথম স্ত্রী। ১৮০৪ সালের ১৮ মে থেকে ১৮১০ সালের ১০ জানুয়ারি পর্যন্ত তিনি ছিলেন ফ্রান্সের সম্রাজ্ঞী। একইসময়ে তিনি ইতালির রাণিও ছিলেন।
জোশেফিনের বিছানায় মসলিনের চাঁদোয়া। সোর্স—ব্রিটিশ লাইব্রেরি
তাঁর জন্ম ১৭৬৩ সালের ২৩ জুন। ১৮১৪ সালের ২৯ মে মাত্র ৫০ বছর বয়সে তিনি তিরোধান করেন।
ধর্মীয় বিশ্বাসে তিনি ছিলেন একজন রোমান ক্যাথলিক! মৃত্যুর পর ফ্রান্সের সেন্ট পিয়েরে সেন্ট পল চার্চে তাঁকে সমাহিত করা হয়।
সান নিউজ/এম-৩