আহমেদ রাজু: এখন থেকে ১২০১ বছর আগে, অর্থাৎ ৮২০ সালে ডুবে গিয়েছিলো নরওয়ের সমুদ্রগামী ওসেবার্গ শিপ।
জাহাজটির দৈর্ঘ্য ৭০.৮ ফুট এবং চওড়া ১৭ ফুট! ১৯০৪ সালে নরওয়ের প্রত্নতত্ববিদ হাকুন সিটেলিগ ও সুইডিশ প্রত্নতত্ববিদ গ্যাবরিয়েল গুস্তাবশন জাহাজটি অসলোর সমুদ্রতীরের খুব কাছ থেকে উদ্ধার করেন।
ওক কাঠের তৈরি জাহাজটি এখনো অবিকৃত আছে। অসলোর ভাইকিং শিপ মিউজিয়ামে এখন জাহাজটি প্রদর্শিত হচ্ছে। জাহাজটিতে দাঁড় বাধার জন্য ১৫ জোড়া ছিদ্র আছে। অর্থাৎ, ৩০জন নাবিক জাহাজটির দাঁড় টানতে পারতো। জাহাজটির গতি ছিলো ঘণ্টায় সাড়ে ১৮ মাইল।
প্রত্নতত্ববিদরা জাহাজ থেকে একজন অভিজাত নারীর কঙ্কাল পেয়েছেন। ধারনা করা হয় তিনি একজন রাণি ছিলেন। তার সঙ্গী ছিলেন এক বয়স্ক নারী।
তিনটি কুকুর, একটি ষাঁড় ও ১৩টি ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে। জাহাজটিতে একটি সুসজ্জিত কামরাও ছিলো।
সাননিউজ/এএসএম