আহমেদ রাজু : ছবিটি দেখে আপনাদের নিশ্চয়ই এই মসজিদটির কথা মনে পড়ছে। ওসমানি উদ্যানের পূবদক্ষিণ কোনে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের ঠিক পশ্চিমে ছিলো চমৎকার স্থাপত্যশৈলিতে নির্মিত মসজিদটি। লোকে বলতো গোলাপ শাহ মসজিদ।
১৯৮৮ সালে মসজিদটি নির্মাণ করেছিলেন প্রেসিডেন্ট এরশাদ। সামনে দিয়ে গেলে দৃষ্টিনন্দন মসজিদটি যে কারও নজর কারতো। কিন্তু পরবর্তীতে চমৎকার এই মসজিদটি ভেঙে সেখানে বানানো হয় আরেকটি মসজিদ! কী কারণে সেটি ভাঙা হয়েছিলো, তা আজও অজানা!
মসজিদের ডানপাশ দিয়ে দেখা যাচ্ছে লাল ইটের মহানগর লাইব্রেরি। লাইব্রেরিটিও এখন বিলুপ্ত!
সান নিউজ/এম