সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলেরক কাছে।

আরও পড়ুন: বেগম রোকেয়া’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আ. ন. ম. বজলুর রশীদ’র প্রয়াণ

ঘটনাবলী

১৮১৭- মিসিসিপি ২০তম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়।

১৮৬৮- বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।

১৮৮৪- মার্ক টোয়েনের বর্ণবাদবিরোধী উপন্যাস ‘অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ প্রথম প্রকাশিত হয়।

১৮৯৮- স্পেন থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।

১৯০১- আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

১৯০২- তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।

১৯০৩ - ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশি সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায় ।

১৯০৬- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরস্কার পান।

১৯২১ - নাট্যাচার্য্য শিশিরকুমার ভাদুড়ী প্রথম ম্যাডান কোম্পানির রঙ্গালয়ে ‘আলমগীর’নাটকে নামভূমিকায় আবির্ভূত হন ও জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৪৮- জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয়।

১৯৬৩ - জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।

১৯৭১ - সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।

১৯৮৩ - রাউল আনফোন্সিনের ক্ষমতাগ্রহণের মাধ্যমে আর্জেন্টিনায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।

১৯৮৮ - আর্মেনিয়ায় এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়, ৫ লাখ লোক গৃহহীন হয়।

১৯৮৯ - চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে।

২০০১ - সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০০৭ - ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হন।

আরও পড়ুন: আনোয়ার হোসেন’র প্রয়াণ

জন্ম

১৮০৪ - কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি, বিখ্যাত জার্মান গণিতবিদ।

১৮১৫ - অ্যাডা লাভলেস, কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক।

১৮২১ - নিকোলাই নেক্রাসভ, রাশিয়ান কবি ও সমালোচক।

১৮৩০- বিখ্যাত মার্কিন কবি এমিলি ডিকেনসন।

১৮৪৫ - পুরাতত্ত্ব বিষয়ক রচনার জন্য খ্যাতিমান লেখক রামদাস সেন।

১৮৭০ - স্যার যদুনাথ সরকার, স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।

১৮৭৮ - চক্রবর্তী রাজাগোপালাচারী, বিশিষ্ট ভারতীয় আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা।

১৮৮৮ - প্রফুল্ল চাকী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা।

১৮৯১- নোবেলজয়ী সুইডিশ নারী কবি ও নাট্যকার নেলি সাকস।

১৯০৯ - শিশু ও কিশোর সাহিত্যের সুপরিচিত লেখক মোহনলাল গঙ্গোপাধ্যায়।

১৯২৯ - সমর দাস, বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯৩৪ - হাওয়ার্ড মার্টিন টেমিন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক।

১৯৪১ - কয়ু সাকামটো, জাপানি শিল্পী, গীতিকার ও অভিনেতা।

১৯৪৮ - পিএলএফ-এর (ফিলিস্তিন লিবারেশন ফ্রন্ট) প্রতিষ্ঠাতা মোহাম্দ জাইদান (আবু আব্বাস)।

১৯৪৯ - মোহাম্মদ সাহাবুদ্দিন, বাংলাদেশের রাষ্ট্রপতি।

১৯৬০ - কেনেথ ব্রানাঘ, উত্তর আইরিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭৫ - জসিপ স্ককো, অস্ট্রেলিয়ান ফুটবল।

১৯৮৫ - চার্লি অ্যাডাম, স্কটিশ ফুটবল।

১৯৮৭ - গঞ্জালো ইগুয়াইন, ফরাসি বংশোদ্ভূত আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়।

১৯৮৮ - নেভেন সুবটিক, সার্বিয়ার ফুটবল।

আরও পড়ুন: রমেশচন্দ্র মজুমদার’র জন্ম

মৃত্যু

১১৯৮ - ইবনে রুশদ, আরব-আন্দালুসীয় দার্শনিক ছিলেন।

১৮৯৬- সুইডিশ বিজ্ঞানী ও নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল।

১৯২৬ - নিকোলা পাসিক, সার্বীয় রাজনীতিবিদ ও ৪৬ তম প্রধানমন্ত্রী।

১৯৩৬ - লুইগি পিরান্ডেলো, নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক ও নাট্যকার।

১৯৫৩ - আবদুল্লাহ ইউসুফ আলী, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ পণ্ডিত ও অনুবাদক। আল কুরআনের ইংরেজী অনুবাদক হিসেবে সমগ্র বিশ্বে খ্যাতি লাভকারী একজন মুসলিম ব্যাক্তিত্ব ছিলেন।

১৯৬৮ - চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান।

১৯৭১ - বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন।

মোহাম্মদ রুহুল আমিন (১৯৩৫ - ১০ ডিসেম্বর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহিদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।

১৯৮২ - ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক আলি আসগর সুরূশ।

১৯৮৮ - রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা।

১৯৯৫ - স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপের মৃত্যু।

১৯৯৮ - কিরণময় সেন বাঙালি ভারতীয় স্বাধীনতা কর্মী।
চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং।

২০০১ -অশোক কুমার, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

২০০৪ - গ্যারি ওয়েব্ব, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।

২০১০ - জন বেনেট ফেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।

২০১২ - ইয়াজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের ১৩ তম রাষ্ট্রপতি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পবিপ্রবির সঙ্গে নিউজিল্যান্ডের ফিস সেফটি ফাউন্ডেশনের চুক্তি

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...

ভালুকায় ছুরিকাঘাতে যুবক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চো...

হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা...

পাপিয়া সারোয়ার মারা গেছেন

বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া স...

সাড়ে তিন ঘণ্টা পর সচল ফেসবুক

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে হঠাৎ ডাউন হয়ে যাওয়ার সাড়ে ৩ ঘণ্...

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতের কেন্দ্রীয় ব্যাংকে ‘রিজ...

একদিনে প্রাণ গেল আরও ৪ জনের 

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

গ্যাসের চাপ কম থাকবে কয়েকদিন

নিজস্ব প্রতিবেদক : বিবিয়ানা ও তিতাস গ্যাস ফিল্ডের জরুরি রক্ষ...

ঢাকায় আসছেন নাসার প্রধান নভোচারী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আসছেন নাসার প্রধান মহাকাশচারী জ...

কবি হেলাল হাফিজ আর নেই

নিজস্ব প্রতিবেদক : কবি হেলাল হাফিজ মারা গেছেন। শুক্রবার (১৩...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা