লইফস্টাইল ডেস্ক: বাহিরে বের হওয়ার আগে একটু কাজল চাই-ই আপনার? তাহলে ঘরেই প্রাকৃতিক উপায়ে ঘরোয়া উপকরন দিয়েই বানিয়ে নিতে পারেন। যা চোখের জন্যও হবে পুরোপুরি নিরাপদ। ঘরে কাজল তৈরির একটি ঐতিহ্যবাহী প্রথা বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। তাহলে চলুন ঘরোয়া উপায়ে কাজল তৈরী করা শিখে নিন।
আরও পড়ুন : সজনে ডাল রেসিপি
উপকরণ:
তিলের তেল বা ঘি- ২ টেবিল চামচ
বাদাম তেল- ১ চা চামচ বাদাম তেল
ক্যাস্টর অয়েল- ১ চা চামচ
একটি ছোট ইস্পাতের বাটি
একটি সুতির কাপড়ের টুকরা
একটি মাটির প্রদীপ
আরও পড়ুন : কোথা থেকে এলো ফুচকা
তৈরির পদ্ধতি:
একটি ছোট ইস্পাতের বাটিতে বাদাম তেল, তিলের তেল বা ঘি নিয়ে নিন। মসৃণভাবে মিশিয়ে নিন। এবার এরসাথে ভালোভাবে ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। এবারে মিশ্রণটি মাটির প্রদীপে ঢেলে দিন এবং এক টুকরো কাপড়ের সলতে প্রদীপের ভেতরে দিয়ে দিন। সলতের বাহিরের অংশে আগুন জ্বালিয়ে দিন। প্রদীপের উপরে এমনভাবে একটি স্টিলের পাত্র রাখুন যেন আগুনের শিখার সংস্পর্শে না আসে। ধীরে ধীরে পাত্রে জমতে থাকবে কাপড় পোড়া কালি যেটাই মূলত কাজল।
কাজলকে পুরোপুরি ঠান্ডা করে ছোট বায়ুরোধী পাত্রে বা কাজলদানিতে সংরক্ষণ করুন।
সান নিউজ/এসআর/এমআর