লাইফস্টাইল ডেস্ক: দিনের অনেকটা সময় জুড়ে অনেকের মন খারাপ থাকে। কিছুই ভালো লাগে না, বাহির থেকে বাড়ি ফেরার পর মন যেন আরও খারাপ হয়ে যায়। ঘরের দিকে তাকালে আরও বেশি অবসাদ লাগে। চারপাশে কেমন যেন একঘেয়ে লাগে। চলুন জেনে নেই মন ভালো করার কয়েকটি উপায়-
আরও পড়ুন : অল্প বয়সে চুল পাকার কারণ
বিশেষজ্ঞরা জানান, হতাশায় থাকলে, এই ধরনের মন খারাপ প্রায়ই হয়ে থাকে। এই অবস্থা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। তবে এর জন্য ঘরকে গুছিয়ে রাখতে হবে।
মন ভালো করার উপায়:
১. প্রথমেই বিছানার চাদর পালটে ফেলুন। সাদা রঙের পরিবর্তে বেছে নিতে হবে রঙিন চাদর। চাদরের সঙ্গে মিলিয়ে বালিশের কভারও বদলে ফেলতে হবে। চেষ্টা করতে হবে, চাদর যেন একেবারে টান টান থাকে।
২. হাতের কাছে ছোট বাল্ব থাকলে, পর্দার পাশে ঝুলিয়ে দিতে পারেন। দেখবেন আলো জ্বললে ঘরের মেজাজটাই বদলে যাবে।
আরও পড়ুন : কখন আপনার বিরতির প্রয়োজন?
৩. ফুলদানিতে রাখুন ফুল এবং হলুদ বা লাল রঙের ফুলকে হলে মন ভালো হতে বাধ্য।
৪. বাজারে এখন খুব সুন্দর সুন্দর ফাউন্টেন পাওয়া যায় তা কিনে কর্নার টেবিলে রাখুন এবং দেখবেন মন ভালো হয়ে যাবে চট করে।
সান নিউজ/এএন/এমআর