লাইফস্টাইল ডেস্ক: ঘরে তাজা ফুল রাখতে কে না ভালবাসে। কিন্তু মাত্র ২/১ দিনেই শুকিয়ে যায় ফুল। সহজ কিছু নিয়ম মেনে চললে ঘরে ফুল তাজা রাখা সম্ভব।
আরও পড়ুন: বর্ষায় আসবাবপত্র ভালো রাখতে করণীয়
এই জন্য যা করতে হবে-
(১) পরিষ্কার ফুলদানিতে ফুল রাখতে হবে। ময়লা ফুলদানিতে ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
(২) ফুল রাখার আগে কাণ্ড বেশি ছোট করে কাটবেন না, ৪৫ ডিগ্রি কোণা করে কাটুন। তাতে ফুল অনেক দিন তাজা থাকবে।
আরও পড়ুন: কম ঘুমালে শরীরে কী ঘটে?
(৩) পানিতে ডোবানো অংশে যেন পাতা না থাকে। এতে ফুলে তাড়াতাড়ি পচন ধরে যায়।
(৪) অ্যাপলসাইডার ভিনিগার ২ চামচ, চিনি ২ চামচ, ব্লিচ হাফ চামচ দিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে পানির সাথে মিশিয়ে দিন।
আরও পড়ুন: মন শান্ত করতে পারে যে ৩ চা
(৫) ১ দিন পর পর ফুলদানির পানি বদলে দিন।
দেখবেন, ফুল টাটকা থাকবে অনেক দিন।
সান নিউজ/এমএ/এনজে