লাইফস্টাইল ডেস্ক: খাওয়ার পরপরই চা খেলে ভালো লাগা কাজ করলেও শরীরের জন্য তা মোটেও ভালো কিছু বয়ে আনে না। এতে করে শরীরে নানা ধরনের ক্ষতি হবার সম্ভাবনা থাকে। কিভাবে হচ্ছে এসব ক্ষতি?
আরও পড়ুন: বর্ষায় সর্দি-কাশি দূর করতে ৫ পানীয়
চলুন জেনে তা নিই-
খাওয়ার পরপর চা খেলে হতে পারে মাথা ব্যথার সমস্যা। এর মূল কারণ হচ্ছে অ্যাসিডিটি। খাবার হজমের সমস্যার কারণে যেমন গ্যাসের অসুবিধা হয়, সে কারণে হতে পারে মাথা ব্যথা।
খাবার খাওয়ার পরেই চা খেলে সরাসরি প্রভাব ফেলে আমাদের পাচনতন্ত্রের উপর। এতে খাবার হজমে সমস্যা হয়। এছাড়া হতে পারে গ্যাস্ট্রিকের সমস্য। সেই সাথে চা খেলে এতে থাকা ক্যাফেইন আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে।
আরও পড়ুন: বর্ষায় পিঁপড়া দূর করতে করণীয়
সারা দিনের খাওয়া খাবার থেকেই আমাদের শরীর পুষ্টি গ্রহণ করে। কিন্তু খাবার খাওয়ার পরপরই চা খেলে তা পুষ্টির উপর প্রভাব ফেলে। দুপুর বা রাতের খাবারে থাকা পুষ্টি শরীর শোষণ করতে পারে না। সেই সাথে খাবার ভালোভাবে হজমও হয় না। তখন শুরু হয় গ্যাস্ট্রিকের সমস্যা।
প্রতিদিন দুপুর বা রাতে খাওয়ার পরপরই চা খেলে হতে পারে বিভিন্ন ধরনের রোগ। এতে করে বেড়ে যেতে পারে ব্লাড প্রেসার। হাই ব্লাড প্রেসারের রোগী হলে এ ধরনের অভ্যাস পরিহার করতে হবে।
সান নিউজ/এএ/এনজে