লাইফস্টাইল ডেস্ক: আমাদের বাহ্যিক সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি অংশ চুল। সময়ের অভাবে অনেকে চুলের যত্ন নিতে পারেন না। কিন্তু ছেলে মেয়ে সবারই চুলের পরিচর্যার মাধ্যমেই চুল ঝরে পড়া, গজানো, চুলের সৌন্দর্য নিশ্চিত করা উচিত।
আরও পড়ুন: তুলসি পাতার গুণ
তবে চুলের যত্ন মানেই প্রতিদিন চুল ধোয়া নয়। আবার ভুলভাবে চুল ধুয়লে চুল আরো রুক্ষ হয়ে উঠে। চলুন জেনে নিই চুল ধোয়ার সময় যেসব ভূলগুলো পরিহার করা উচিত।
০১. প্রতিদিন শ্যাম্পু না করা: প্রতিদিন চুলে শ্যাম্পু করলে তা মাথার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। ফলে চুল শুষ্ক, মলিন ও রুক্ষ হয়ে পড়ে।
০২. স্ক্রাব বা না মাজা: চুল ধোয়ার সময় স্ক্রাব করা বা মাজা ঠিক নয়। চুল ধোয়ার সময় আপনি আপনার আঙুল দিয়ে চুল ম্যাসাজ করুন। এতে চুল কম ভাঙবে।
আরও পড়ুন: হেয়ার ক্রিম তৈরির উপায়
০৩. কন্ডিশনার ব্যবহার: শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগানো অত্যন্ত জরুরি। কন্ডিশনার চুলে খাদ্য জোগায়। ডগা ভাঙার সমস্যা থেকে রেহাই দেয়।
০৪. গরম পানিতে চুল না ধোয়া: গরম পানি চুল এবং ত্বক দুটোকেই শুষ্ক করে তোলে। তাই হালকা বা কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানি দিয়ে চুল ধোয়া উচিত।
০৫. শ্যাম্পু করার আগে ধুয়ে নেয়া: শুকনো চুলে শ্যাম্পু করলে চুল আরো শুষ্ক হয়ে যাবে। তাই চুলে শ্যাম্পু করার আগেই চুল ভালো করে ধুয়ে নিন।
আরও পড়ুন: বর্ষায় সারাক্ষণ ঘুমের সমাধান!
০৬. অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার না করা: পরিমানের তুলনার বেশি শ্যাম্পুর ব্যবহার চুলের জন্য ক্ষতিকর। তাই চুল অনুযায়ী যতটুকু শ্যাম্পু দরকার ততটুকু শ্যাম্পু ব্যবহার করা উচিত।
০৭. তোয়ালে দিয়ে না বাঁধা: ভেজা চুল কোনো কিছু দিয়ে বেঁধে না রেখে আস্তে আস্তে ঝেড়ে চুল শুকিয়ে ফেলুন।
গোসলের সঙ্গে সঙ্গে চুল না আঁচড়ানো: গোসলের সঙ্গে সঙ্গে চুল আঁচড়ালে চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
সান নিউজ/আর