লাইফস্টাইল ডেস্ক: সাধারণত আমরা শীতকালে গরম পানি দিয়ে এবং গ্রীষ্মকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে ভালোবাসি। কারণ ঠান্ডার দিনে গরম পানি শরীরে আরামদায়ক অনূভুতি দেয়, আর গরমে ঠান্ডা পানি শরীর শীতল হওয়ার পাশাপাশি সতেজ বোধ হয়।
আরও পড়ুন: মানসিক শক্তি ধরে রাখার উপায়
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একাধিক গবেষণায় গরমের দিনে গরম পানিতে গোসলের নানা স্বাস্থ্য উপকারিতা প্রমাণিত হয়েছে।
চলুন আজ জেনে নিই এমন কিছু তথ্য-
০১. গরমের সময় গরম পানিতে গোসল করলে পেশির নমনীয়তা বাড়ে।
০২. গরমে সর্দির সমস্যা থেকে রেহাই পেতে গরম পানিতে গোসল করা ভালো কাজ দেয়।
০৩.গরম পানির গোসল ত্বকের রোমকূপগুলো খুলে দেয়। এতে শরীর ভালোভাবে পরিষ্কার হয়।
আরও পড়ুন: সকালে খালি পায়ে হাঁটুন
০৪. গরম পানিতে গোসল অবসন্ন ও ক্লান্তিভাব কাটায়, ঘুম ভালো হয়।
০৫. গরম পানিতে গোসল শরীরের আর্দ্রতা ধরে রাখতে কিছুটা উপকার করে, গরমের কষ্ট কমাতে সাহায্য করে।।
০৬. অকালে বুড়ো হওয়া ঠেকাতে পারে নিয়মিত গরম পানির গোসল।
০৭. গরম পানিতে গোসল করলে শরীর থেকে নিয়মিত টক্সিন বেরিয়ে আসে।
এছাড়াও গবেষণায় দেখা গেছে, ব্যায়াম করার মাধ্যমে যে শারীরিক উপকার হয়, গরম পানিতে গোসলের ফলে অনেকটা তেমন উপকার পাওয়া যায়।
সান নিউজ/আর