লাইফস্টাইল ডেস্ক: তীব্র এ তাপপ্রবাহে শরীরে প্রচুর পানির ঘাটতি দেখা দেয়। শরীরে পানিশূন্যতা পূরণের পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকেও পান করতে পারেন বেলের শরবত। বেলের শরবত শুধু শরীর ঠাণ্ডাই করে না। এর রয়েছে নানাবিধ উপকারিতা।
আরও পড়ুন: শরীর ঠান্ডা রাখবে ৩ শরবত
চলুন বেলের শরবতের কয়েকটি উপকারীতা জেনে নিই-
ডায়াবেটিস কমায়: পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে কাজ করে।
ক্যানসার দূরে রাখে: বেলে আছে হাই অ্যান্টি অক্সিডেন্ট উপাদান তাই ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।
ব্লাড প্রেসার কমায়: বেলের শরবত খান, মিষ্টি এই শরবত কিন্তু আপনার এই চাপ থেকে আপনাকে অনেক দূরে রাখবে।
আরও পড়ুন: গরমে ঠান্ডা পানি পান করলে কী হয়?
কিডনি ভাল থাকে: বেলের উপাদান কিডনি সুস্থ রাখে। কিডনির কার্যকারিতা ঠিকমতো চালাতে সাহায্য করে বেলের উপাদান।
কোষ্ঠকাঠিন্য কমায়: নিয়মিত বেলের শরবত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে। পাকা বেলের শাঁস বের করে চিনি আর পানি দিয়ে শরবত বানিয়ে খান।
পেপটিক আলসারের ওষুধ: পাকা বেলের শাঁসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে সাহায্য করে। আলসার কমাতে সপ্তাহে তিন দিন বেলের শরবত করে খান।
যক্ষ্মা কমায়: পাকা বেলে আছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান, যা যক্ষ্মা কমাতে সাহায্য করে। তবে ভালো ফল পেতে আপনাকে ব্রাউন সুগারের সঙ্গে বা মধু দিয়ে বেলের শরবত করে খেতে হবে।
রক্ত শুদ্ধ করে: পাকা বেলের রসের সঙ্গে চিনি মিশিয়ে খেলে এটি রক্ত শুদ্ধ করে। ট্যান দূর করে। শুধু রক্ত নয়, কিডনি ও লিভারের কাজও ঠিক করে বেল।
আরও পড়ুন: শরবত-ই মোহাব্বত তৈরির রেসিপি
লিভারের যত্ন: বেলে আছে থিয়ামিন আর রাইবোফ্লেভিন। এই দুই উপাদানই লিভারের শক্তি বাড়ায় খুব ভালোভাবে।
ত্বক ভালো রাখে: ত্বককে সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে বেলের শাঁস এবং ত্বকের স্বাভাবিক রং বজায় রাখে।
সান নিউজ/আর