ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ইউরিক অ্যাসিড বাড়ায় যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক : জীবনযাত্রার কারণে ইউরিক অ্যাসিডের সমস্যায় জর্জরিত হচ্ছেন মানুষ। যেসব খাবারে পিউরিন বেশি, এগুলোর মাধ্যমে শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয়। কিডনি অতিরিক্ত ইউরিক অ্যাসিড পরিশোধন করতে পারে না। ফলে তা স্ফটিক আকারে গাঁটে গাঁটে জমে ব্যথা শুরু হয়। এছাড়াও অতিরিক্ত ইউরিক অ্যাসিডের কারণে বিবিধ স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি দেখা দেয়।

আরও পড়ুন :

তাই খাবারে নিয়ন্ত্রণ এনে পিউরিন কমানো জরুরি। শরীর হজমে সক্ষম হলে পিউরিন বাইরে নির্গত হয়। পাচনতন্ত্র সম্পূর্ণরূপে পিউরিন প্রক্রিয়া করতে সক্ষম না হলে তৈরি হয় ইউরিক অ্যাসিড। তা বিবিধ সমস্যা তৈরি করে।

যেমন-

(১) ডায়াবেটিসের ঝুঁকি :

অত্যাধিক পিউরিন গ্রহণের ফলে হাইপারুরিসেমিয়া হতে পারে। এটি এমন একটি অবস্থা, যখন রক্তের প্রবাহে খুব বেশি ইউরিক অ্যাসিড থাকে। শরীরে উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

(২) কিডনিতে সমস্যা :

শরীরে অত্যাধিক পিউরিন ইউরিক অ্যাসিডকে স্ফটিক ও শক্ত করে তোলে। ফলে কিডনিতে পাথর জমে। কিডনিতে পাথরের বেদনাদায়ক হতে পারে। এর অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

(৩) বাত ও গাঁটে ব্যথা :

গেঁটে বাত হলো একটি নির্দিষ্ট ধরনের বাত যা ইউরিক অ্যাসিড স্ফটিক আকারে জমা হওয়ার কারণে ঘটে। প্রায়শই শরীরের গাঁটের চারপাশে যেমন কনুই, হাঁটু বা হাতের গাঁচগুলোতে জমা হতে থাকে ইউরিক অ্যাসিড। এতে গাঁট ফুলে যায়। এমনকি হাড় বেঁকে যেতে পারে।

আরও পড়ুন :

পিউরিনযুক্ত খাবার বন্ধ করুন-

(১) রেড মিট : মাংস কম খাওয়া দরকার। বিশেষ করে রেড মিট এড়িয়ে চলুন। মুরগির লিভার পুষ্টির একটি ভালো উৎস। কিন্তু এটি উচ্চ পিউরিনযুক্ত। উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে মাংস এড়ান।

(২) অ্যালকোহল : বিভিন্ন ধরনের অ্যালকোহলে পিউরিনের মাত্রা পরিবর্তিত হয়। বিশেষ করে বিয়ারে পিউরিন বেশি থাকে। নিয়মিত খাওয়া হলে তা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়।

(৩) সামুদ্রিক খাবার : সামুদ্রিক খাবার ও কিছু মাছে সর্বোচ্চ মাত্রায় পিউরিন থাকে। তাই এগুলো খাওয়া বন্ধ করুন।

(৪) মিষ্টি : অতিরিক্ত চিনি বাড়ায় ইউরিক অ্যাসিড। এটি স্ফটিক বৃদ্ধির কারণ। তা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখলে মিষ্টি এড়িয়ে চলাই শ্রেয়।


ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে যা খাবেন-

গাউট বা অন্যান্য পিউরিন সম্পর্কিত স্বাস্থ্য জটিলতায় ভুগলে আপনার ডাক্তার কম পিউরিন ডায়েটের পরামর্শ দিতে পারেন।

যেসব খাবারে পিউরিনের পরিমাণ কমে :

লেবু, কমলা, ডালিম, আপেল ও চেরি ইত্যাদি খেলে ইউরিক অ্যাসিড কমে। সবুজ শাকসবজি (ফুলকপি, পালং শাক, মাশরুম এবং সবুজ মটর ছাড়া) কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খান। এছাড়া পানি পান বাড়ান, মেথি খান। পাশাপাশি তিসির বীজও খেতে পারেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা