লাইফস্টাইল ডেস্ক : গরমে আরামদায়ক পোশাক পরার বিকল্প নেই। শীতকে বিদায় জানিয়ে এখন আবহাওয়া বেশ উত্তপ্ত। এ সময় কিছু বিশেষ রঙের পোশাক শরীর ঠান্ডা রাখে। ফলে গরমও কম লাগে।
আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
পোশাকের রঙের ওপর গরম লাগার মাত্রা নির্ভর করে। এক গবেষণা এমনটাই জানিয়েছেন জাপানি বিজ্ঞানীদের একটি দল।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষক দলটি এই পরীক্ষার জন্য কড়া রোদে ৯ টি ম্যানকুইনে লাল থেকে হালকা সবুজ, হলুদ, নীল, কালো, সাদা বা গাঢ় সবুজসহ বিভিন্ন রঙের শার্ট পরান।
আরও পড়ুন : সহস্রাইল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ম্যানকুইনগুলোকে রোদে রাখার ৫ মিনিট পর কাপড়ের উপরিভাগের তাপমাত্রা পরীক্ষা করেন তারা। তখন বাইরের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস।
অনেকেই জানেন, গরমে সাদা রঙের পোশাক পরলে স্বস্তি মেলে।
আরও পড়ুন : রাবির হল ফি বাড়ছে না
গবেষণারা লক্ষ্য করেন, সাদা পৃষ্ঠের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা ঐ সময়ের বাতাসের তাপমাত্রার সমতুল্য। অন্যদিকে কালো শার্টের পৃষ্ঠের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ পার্থক্য ২০ ডিগ্রি সেলসিয়াস।
গবেষকরা আরও জানান, সাদার পরে শরীরকে শীতল রাখে হলুদ, ধূসর ও লাল রং। যদিও বেশিরভাগ মানুষই লাল রংকে ‘উষ্ণ’ রং হিসেবেই জানেন।
আরও পড়ুন : এবার বদরুন্নেসায় নেত্রীর বিরুদ্ধে অভিযোগ
নীল, হালকা সবুজ, গাঢ় সবুজ ও কালো রং অধিক তাপমাত্রা শোষণ করে বলে গরমে এই রংয়ের পোশাক এড়িয়ে চলাই ভালো।
সান নিউজ/এনজে